RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে, থানা ঘেরাও করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: (Asansol Raniganj News)রানীগঞ্জের 92 নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মী কে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে রবিবার এই অভিযোগের প্রেক্ষিতেই রানীগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা তারা অবিলম্বে গ্রেফতারের দাবি করে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের ষষ্ঠী গড়িয়া এলাকায় বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটে এই ঘটনা।

বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ এদিন অরবিন্দ সিং নামের এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হামলা চালায় সুশান্ত দত্ত নামের এক তৃণমূল কর্মী। আহত ওই বিজেপি কর্মীর দাবি তাকে অতর্কিতে হামলা চালানোর আগেই তার ফোনে তাকে হুমকি দিয়ে শাসায় কেন সে বিজেপি করছে এই হুমকি দেয়। আর এরপর তার বাড়িতে ঢুকে তাকে গুরুতরভাবে মুখে আঘাত করে। এই ঘটনায় গুরুতর আহত ওই বিজেপি কর্মীর রানীগঞ্জের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়।

এদিকে এই ঘটনার পর বিজেপির কর্মী-সমর্থকেরা ঘটনায় যুক্ত তৃণমূল এর ওই কর্মীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলে থানায় ডেপুটেশন দেওয়া পাশাপাশি থানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও তৃণমূল এর রাজ্য নেতৃত্ব তথা 106 ওয়ার্ডের কনভেনার ভি শিবদাসন দাসু বিজেপির বিরুদ্ধে করা অভিযোগে ফুৎকারে উড়িয়ে তাদের অভিযোগ সর্বৈব মিথ্যা বলে দাবি করেন।

পরে এদিন বিকেলে রানীগঞ্জে আক্রান্ত হওয়ায় বিজেপির কর্মীকে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে দেখতে আসেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন তিনি বলেন সুষ্ঠু নির্বাচন হলে যারাই জয়ী হবেন তাদের তিনি মেনে নেবেন, আর অন্যায় কোন বরদাস্ত করা হবে না, বলে দাবি করে তিনি বলেন যারা এ নির্বাচনের সময় কালে অন্যায় কিছু করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি হুশিয়ারি সঙ্গে জানিয়ে দেন তৃণমূলকে এক ইঞ্চি জমিও ছাড়ব না। এসকল বলার সাথেই তিনি রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় কেউ কটাক্ষের সুরে বেঁধেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *