আসানসোল ও রানিগঞ্জে গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু
রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১ ফেব্রুয়ারিঃ আসানসোল ও রানিগঞ্জে সোমবার রাতে দুটি পৃথক পথ দূর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। ঘটনা দুটি ঘটে আসানসোল উত্তর থানার কাল্লা রোড ও রানিগঞ্জ থানার পাঞ্জাবিমোড়ের কাছে। মৃত দুজনের মধ্যে শচীন পাসোয়ান (৩২) কলকাতার ট্যাংরার বাসিন্দা। অন্য জনের কোন পরিচয় পাওয়া যায় নি। অঞ্জাত পরিচয় মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার ট্যাংরার বাসিন্দা শচীন পাসোয়ান আসানসোলের কাল্লা রোডে থাকতো ও একটি বেসরকারি সংস্থায় চাকরি করতো। সোমবার রাতে সে কাল্লা রোডে রাস্তা পার করছিলো। সেই সময় কোন গাড়ি তাকে ধাক্কা মারে। আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, সোমবার রাতে অঞ্জাত পরিচয় এক যুবক রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ের কাছে রাস্তা পার করছিলো। সেই সময় তাকে কোন গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। আহত অবস্থায় যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার সকালে দুটি মৃতদেহর ময়নাতদন্ত করা হয়।