WB School Reopens : জেলায় প্রথম দিন উপস্থিতি ৫০ শতাংশেরও বেশি , স্কুলে এসে খুশি পড়ুয়ারা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ ফেব্রুয়ারিঃ WB School Reopens প্রায় ২ বছর খুললো স্কুল। আর এতদিন পরে স্কুলের ক্লাস রুমে সহপাঠীদের সঙ্গে বসে ও শিক্ষক – শিক্ষিকাদের কাছে পড়ার সুযোগ পেয়ে খুশি পড়ুয়ারা। শিক্ষক শিক্ষিকারও পড়ুয়াদের আবার আগের মতোই ক্লাস রুমে পড়ানোর সুযোগ পেয়ে, তারাও খুশি। বৃহস্পতিবার প্রথম দিন আসানসোল শিল্পাঞ্চল সহ পশ্চিম বর্ধমান জেলার সব স্কুল খুলেছিলো। স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার ছিল ৫০ শতাংশের কিছু বেশি বলে এদিন জানান পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক ( শিক্ষা) সঞ্জয় পাল। তিনি বলেন, জেলার সব স্কুলই এদিন খুলেছে। সব স্কুলেই সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত স্বাভাবিক যেমন ক্লাস হয়, তা হয়েছে। কোথাও কোন সমস্যা হয়নি। রাজ্য সরকারের নির্দেশ মতো করোনা বিধি মেনে স্কুল চালানো কথা সব স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে।




জানা গেছে, এদিক বলতে গেলে সব স্কুলেই অষ্টম, নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের হাজিরা বেশ ভালোই ছিলো। তবে পরীক্ষা হয়ে যাওয়ার দশম ও দ্বাদশ শ্রেণিতে পড়ুয়াদের উপস্থিতি তেমনটা ছিলো না। যাদের প্র্যাকটিক্যাল ছিলো, তারাই এদিন স্কুলে আসে। সব স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকরা বলেন, পড়ুয়ারাই করোনা বিধি মেনেছে। আমাদের তেমন কিছু খুব একটা বলতে হয়নি। তারাই সঙ্গে করে মাস্ক ও স্যানিটাইজার এনেছে। তবুও আমরা স্কুলে মাস্ক ও স্যানিটাইজার রেখেছিলাম। এদিন স্কুল খুলবে, তাই জেলার সব স্কুলে বুধবারই স্যানিটাইজেশান করা হয়েছিলো।

এদিকে, শনিবার সরস্বতী পূজো। তাই শুক্রবার পুজোর প্রস্তুতির জন্য এদিন কোন ক্লাস হবেনা বলে জানা গেছে। যারা পুজোর কাজ করবে, তারাই স্কুলে আসবে। তবে অন্য পড়ুয়াদের মধ্যে যারা আসতে চায়, তারা আসতে পারে। পুজোর দিন সব পড়ুয়াদের একসঙ্গে স্কুলে না এসে, ভাগে ভাগে আসতে বলা হয়েছে।
অন্য়দিকে DAV মডেল স্কুল, KSTP, আসানসোল বিদ্যালয়ের অষ্টম এবং IX শ্রেণীর ছাত্ররা আনন্দের সাথে স্কুলে আসে। সকল ছাত্র-ছাত্রীকে খুব আনন্দিত দেখা যাচ্ছিল। বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক তাদেরকে উৎসাহের সাথে স্বাগত জানান। স্কুলের উভয় গেটেই কোভিড-১৯-এর নিয়ম মেনে প্রথমে শিক্ষার্থীদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা হয় এবং হাত ‘স্যানিটাইজ’ করা হয়। শিক্ষার্থীদের তিলক লাগিয়ে ফুল দিয়ে বরণ করা হয়। সকল শিক্ষার্থীকে চকলেট উপহার হিসেবে দেওয়া হয়। বৈদিক রীতি মেনে যজ্ঞের মাধ্যমে ক্লাস শুরু হয়। 30 মিনিটের যজ্ঞের পর, প্রধান শিক্ষক অমিত কুমার দাস শিক্ষার্থীদের কোভিডের নিয়মগুলি অনুসরণ করার নির্দেশ দেন। শ্রেণীকক্ষেও কোভিড-১৯ প্রতিরোধের সমস্ত নিয়মের যত্ন নেওয়া হয়েছিল।
WB School Reopens ঃ বারাবনি ব্লকে আজ থেকে আরম্ভ হলো হাই স্কুল ও কলেজের ক্লাস

মনোজ শর্মা, বারাবনি ঃ WB School Reopens বারাবনি ব্লকে আজ থেকে আরম্ভ হলো হাই স্কুল ও কলেজের ক্লাস এইরকমই আমাদের ক্যামেরায় বন্দি করা হলো দোমোহানি কেলেজোড়া হাই স্কুল এর চিত্র সাড়ে দশটার দিকে ছেলেদেরকে লাইন দিয়ে হাতের স্যানিটাইজার করে তাদেরকে থার্মাল স্ক্যানার হলো এবং কোভিদ বিধি মেনে প্রেয়ার লাইনে দাড় করিয়ে প্রেয়ার হল স্কুলে ফ্ল্যাশ চালু করার আগে স্কুলে প্রত্যেকটা রুমে স্যানিটাইজার করা হলো তারপরে ছেলেদেরকে বেঞ্চে একটা কি দুটো করে একেকটি বেঞ্চে বসিয়ে তাদের ক্লাসে পড়াশোনা আরম্ভ করে দিল এবং ক্লাস চলবে 10:40 থেকে 4:30 অবধি খুশি ছাত্ররা এই ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মিনাল জ্যোতি গাঙ্গুলী জানালেন মাঝেও স্কুল খুলে ছিল কিন্তু ঠিকমতো ক্লাস হয়নি আজ থেকে ক্লাস চালু হলো ক্লাস এইট থেকে টুয়েলভ ক্লাস হবে আরও উনি জানালেন ক্লাসের সঙ্গে সঙ্গে দুই ঘন্টা পর পর তাদের হাতে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া না হবে