AMC POLLKULTI-BARAKAR

নির্বাচনী প্রচারে মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর,কাজল মিত্র :- কুলটি বিধানসভার ৬৬ নম্বর ওয়ার্ড এর তৃণমূলের প্রার্থী অশোক পাসওয়ানের সমর্থনে,রাজ্য মন্ত্রী মলয় ঘটক ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার চালানোর সাথে সাথে সভায় বক্তব্য রাখেন।আসানসোল পৌর নিগম নির্বাচন এর, সকল দলের সকল বড় নেতারা তাদের প্রার্থীকে জয় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে, আসানসোল পৌরসভা ওয়ার্ড নং ৬৬ টিএমসি প্রার্থী অশোক পাসওয়ানের সমর্থনে মন্ত্রী মালয় ঘটক ওয়ার্ডের বালতরিয়া, গণেশ মেলা ময়দান,ক রামনগর দুর্গা মন্দিরের কাছে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন,২০২৪ পর্যন্ত যেকোন নির্বাচন হোক তাতে স্কুল কলেজের নির্বাচন হোক কিংবা পৌরসভা নির্বাচন হোক কোন কারনেই ভোট ভাগাভাগি নয়।সকল প্রার্থীকে এক হয়ে চলতে হবে ।তাছাড়া রাজ্যের একটাই মুখ রয়েছে সেটা হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এই উপলক্ষে অশোক পাসওয়ান,পাপ্পু সিং ,রাজিয়া খালিদ খান,সহ তৃণমূলের সকল কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *