সরস্বতী ঠাকুর বিসর্জন নিয়ে ব্যাপক উত্তেজনা, আহত 8
বেঙ্গল মিরর,মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের দোমোহানি গ্রামে কাল রাত্রে বেলায় সরস্বতী ঠাকুর কে বিসর্জন নিয়ে আজ সকাল থেকে ব্যাপক উত্তেজনা দমহানি গ্রামে বাউরী পাড়া আর মাঝিপাড়া সকাল থেকে চলে ব্যাপক ঢিল পাথরে পাথরে প্রায় 8 জনের মতো বাউরী সম্প্রদায়ের আহত হয়েছে ঘটনার খবর পেয়ে কিছুক্ষনের মধ্যেই বারাবনি থানার পুলিশ কালরাতের থেকে তো পাড়ার মধ্যে পুলিশ নামানো হয়েছে।
আজ সকালে ঘটনাস্থলে যান হিরাপুর বারাবনির সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল তাদেরকে বোঝানো হয়েছে এবং পরে তিনি আরো বলেন আপনারা দু’পক্ষেই আসুন একটা সময় থানায় বসে আমি একটা ফয়সালা করে দিচ্ছি গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে বেশ কয়েক বছর ধরে মাঝি ভার্সেস বাউরী সম্প্রদায় একটি ফুটবল মাঠ কে কেন্দ্র করে ঝামেলার চলে আসছে আজ যে ঘটনাটা ঘটেছে তার মধ্যে এটাও জানিয়েছেন স্থানীয় মহিলা পুরুষরা