Asansol Live election update : আসানসোলে একটা পর্যন্ত ভোট পড়লো ৪৪ শতাংশ, ৪ জন গ্রেফতার
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১২ ফেব্রুয়ারিঃ Asansol Live election update : আসানসোলে একটা পর্যন্ত ভোট পড়লো ৪৪ শতাংশ, ৪ জনকে গ্রেফতার
বেলা একটা পর্যন্ত আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে ভোট পড়লো ৪৪ শতাংশ। জানালেন আসানসোল পুরনিগম নির্বাচনের দায়িত্বে থাকা মিউনিসিপ্যাল রিটার্নিং বা এমআরও অভিজ্ঞান পাঁজা।
আসানসোল পুরনিগমের ১৫ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী আদর্শ শর্মার উপরে হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করলো আসানসোল উত্তর থানার পুলিশ। জানালেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল)। এই ঘটনার ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে বলে জানান আসানসোলের এমআরও।
অন্যদিকে, আসানসোল পুরনিগমের ২৯ নং ওয়ার্ডে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে আবার বাকবিতন্ডা। বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।এলাকায় উত্তেজনা। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী গৌরব গুপ্তা জিতেন্দ্র তেওয়ারি ঘনিষ্ঠ।