বিজয় মিছিলে রাজ্য সরকারের নানান প্রকল্পকে তুলে ধরা হল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এর কুলটি বিধানসভার থেকে নির্বাচনে বিজেপির কাছে থেকে পরাজিত হয় উজ্জ্বল চ্যাটার্জী যিনি তিনবারের জয়ী বিধায়ক ছিলেন।তাই উজ্জ্বল চ্যাটার্জী এইবার আসানসোল পৌরনির্বাচনে কুলটি বিধানসভার 74নম্বর ওয়ার্ডের থেকে তৃর্ণমূল কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী করেছিলেন।এবং এই পৌরনির্বাচনে উজ্জ্বল চ্যাটার্জী জয়লাভ করেন।
তাঁরই খুশিতে কর্মী সমর্থক ও এই খুশিতে মহিলারাও অংশ নিয়ে বিজয় মিছিলের আয়োজন করেন।তবে এই মিছিলে খুদেরা রাজ্য সরকারের নানান প্রকল্প কে তুলে ধরেন যেমন স্বাস্থসাথী,কন্যাশ্রী,রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প কে তুলে ধরেন।সাথে ছিলআদিবাসী নিত্য সহ পুরুলিয়ার ছৌনাচ।তবে এই বিষয়ে জয়ের পর উজ্জ্বল চ্যাটার্জী বলেন রাজনীতিকে তিনি ভালোবাসেন আর মানুষের পাশে থাকার কথা বলেন।