আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে থেকে প্রার্থী করার দাবি উঠলো, সরব দক্ষিণ বঙ্গের বনিকসভা
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৩ ফেব্রুয়ারিঃ সবকিছু ঠিক থাকলে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী দেড় থেকে দুই মাসের মধ্যেই হয়ে যাবে। আর এবার এই প্রথম আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে আসানসোল তথা শিল্পাঞ্চলের সমাজকর্মী হিসাবে পরিচিত কোন ব্যবসায়ীকে প্রার্থী করার দাবি উঠল দক্ষিণবঙ্গের বণিকসভার পক্ষ থেকে। ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বা ফসবেকি নামে ঐ বনিকসভার দিন চারেক আগে হওয়া এক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বনিকসভার সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান বলেন, জেলা বিশেষ করে দক্ষিণবঙ্গের বণিকসভা প্রতিনিধিদের পক্ষ থেকে দাবি উঠেছে সারাবছর ধরে বড় ও মাঝারি সহ সব ধরনের ব্যবসায়ীরা ব্যবসার কাজ করার পাশাপাশি নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই ব্যবসায়ীদের মধ্যে থেকে কাউকে এবারের নির্বাচনে প্রার্থী করা হোক। একই সঙ্গে তিনি আরো বলেন, এরজন্য ১১ জন ব্যবসায়ীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে আছেন জামুরিয়ার বিভিন্ন লোহা ইস্পাত কারখানার সংগঠনের অন্যতম পবন মামুন্ডিয়া, দক্ষিণবঙ্গের সিমেন্ট কারখানাগুলির মালিকদের সংগঠনের প্রতিনিধি পবন গুটগুটিয়া, আসানসোলের গাড়ি ব্যবসায়ী দীপক রুদ্র, দুর্গাপুরের ব্যবসায়ী কবি দত্ত, ও ফসবেকির সাধারণ সম্পাদক শচীন রায় সহ অন্যান্যরা।
এই কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবেন কাকে লোকসভার উপ-নির্বাচনে প্রার্থী করা যায়। তারা রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য মলয় ঘটকের সঙ্গে দেখা করবেন। তাকে অনুরোধ করে বলা হবে, শাসক দলের পক্ষ থেকেই প্রয়োজনে এই কমিটির প্রস্তাবিত স্থানীয় ব্যবসায়ীকে প্রার্থী করা হোক। যদি না দেওয়া হয় সেক্ষেত্রে নির্দল হয়ে এবার কোনো ব্যবসায়ী আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।
ঐ সভায় যে নামটি নিয়ে বারবার উচ্চারিত হয়েছে তা হলো রানিগঞ্জের ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ খৈতান। এছাড়াও আগামী দুর্গাপুর পুরভোটে দুর্গাপুরের একজন বাঙালি ব্যবসায়ীকে মেয়র পদের প্রার্থী করা হবে বলেও বনিকসভা সভাপতি জানিয়েছেন ।
অন্যদিকে, ঐ বনিকসভার সাধারন সম্পাদক শচীন রায় বলেন, শুধু লোকসভা উপনির্বাচনে নয়, দুর্গাপুর পুরসভায় এক ব্যবসায়ীকে মেয়র করার দাবি অবশ্যই জানাবো। আমাদের আরো দাবি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা, আসানসোল পুরনিগম ও দুর্গাপুর পুরসভা সবক্ষেত্রেই আমাদের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হোক বিভিন্ন কমিটিতে। যাতে আমরা আমাদের দীর্ঘদিনের যেসব সমস্যা ব্যবসা করতে গিয়ে তৈরি হয় তার দ্রুত সমাধান করতে পারি। এছাড়াও এলাকার উন্নয়নের ক্ষেত্রে পরামর্শ দিতে পারি।
ঐ বনিকসভার সভাপতি বলেন, সারা দেশে ৮ কোটির মতো ব্যবসায়ী আছে। দিল্লিতে মঙ্গলবার থেকে দুদিনের একটি সর্বভারতীয় সভা হচ্ছে। সেই সভাতে আমি নিজে থাকছি। এই দাবি শুধু আসানসোল বা দুর্গাপুর নয়, সারাদেশে ব্যবসায়ীদের সাংসদ, বিধায়ক ও বিধান পরিষদের মত জায়গাতে মনোনয়ন দিতে হবে। যাতে ব্যবসায়ীরা নিজেদের সমস্যা সরাসরি বলতে পারেন।