আবার চুরি! মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র, সালানপুর ঃ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত কালীতলায় শ্মশান কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে এলাকার মানুষ মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখে মন্দিরের প্রথম দরজার তালা ভাঙা, দানপাত্র টিও ভাঙ্গা।
মন্দির কমিটির এক সদস্য জানান, যে প্রতিদিনের মতো কাজে যাবার সময় মা কালী মন্দিরে প্রণাম করতে এলে দেখি মন্দিরের প্রথম দরজার তালা ভাঙ্গা। বেশকিছু আসবাব পত্র নেই। যদিও মন্দিরের ভেতরের দ্বিতীয় দরজাটির তালা চোরেরা ভাঙতে পারেনি। ফলে গহনা নিয়ে যেতে পারেনি দুস্কৃতিরা। ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ। একের পর চুরি ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী।।