আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বিজেপির ডাকা বন্ধের প্রভাব নেই সেরকম, পথ অবরোধ, আটক বিজেপি কর্মী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রাজ্যের ২০টি জেলায় ১০৮ টি পুরসভায় নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে রবিবার ।কিন্তু বিজেপির অভিযোগ ভোটের নামে প্রহসন চালাচ্ছে শাসক দল ।ব্যাপক হিংসা, কারচুপি চালিয়েছে। এই অভিযোগ তুলে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার এই বনধের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। তবে বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধের কোন প্রভাব পরলো না আসানসোল শিল্পাঞ্চলে।প্রতিদিনের মতই নিয়ামতপুর ও আসানসোল বাজার খোলা ছিল যানবাহন চলাচল ও জনজীবন ছিল স্বাভাবিক।
প্রতিদিনের মত রাস্তায় সরকারি বেসরকারি বাস পথে রয়েছে।বাজার চলছে স্বাভাবিক ভাবেই। অন্যান্য সাধারণ দিনের মতো যাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে কম।




তবে নিয়ামতপুর মোড়ে আসানসোল পৌরনীগমের 18 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ান এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা কিছুক্ষণ এর জন্যে নিয়ামতপুর আসানসোল প্রধান রাস্তা অবরোধ করে । কিছুক্ষণ এই অবরোধ চলার পর নিয়ামতপুর ফাড়ির পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

আসানসোল গীর্জা মোড় এলাকায় বিজেপি কর্মীরা প্রায় ৩০ মিনিট টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার পর পথ অবরোধ তুলে দেয় পুলিশ।”পুলিশ এসে আটক করে নিয়ে যায় ১৫ জন বিজেপি কর্মীকে। তাছাড়া সেরকম কোন গন্ডগোলের খবর নেই এখনো পর্যন্ত। সব রাস্তায় যানচলাচল স্বাভাবিক। রাস্তাঘাট, দোকানপাট সব কিছু খোলা। বিভিন্ন এলাকায় যথেষ্ট সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।তবে এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই বলেই পুলিশ সূত্রে খবর।