আসানসোলে বিজেপির বাংলা বনধের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের মিছিল
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ২৮ ফেব্রুয়ারিঃ পুর নির্বাচনে অশান্তির প্রতিবাদে সোমবারের বিজেপির ১২ ঘন্টার বাংলা বনধের বিরোধিতায় আসানসোলে বনধ বিরোধী মিছিল করলো তৃণমূল কংগ্রেস। এদিন আসানসোলের রবীন্দ্রভবনের সামনে থেকে সেই মিছিল শুরু হয়। এই মিছিল আসানসোল পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা আসানসোল উত্তর বিধান সভা ব্লকের ( ২) সভাপতি উৎপল সিংহের নেতৃত্ব করা হয়। কাউন্সিলর রাজেশ তিওয়ারি, ববিতা দাস, ডাঃ দেবাশীষ সরকার, ঊষা রাজাক, ভানু বোস, সুদীপ চৌধুরী, মদন মোহন চৌবে, বিশ্বরূপ দত্ত রায়, মো সাজিদ, তৃপ্তি চ্যাটার্জি, সোমা ঘোষ, সুজন দা প্রমুখ
এই মিছিল রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয়ে বিএনআর মোড়, ভগৎ সিং মোড় হয়ে বিএনআর মোড়ে শেষ হয়েছে। এই মিছিলের মাধ্যমে বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এই প্রসঙ্গে উৎপল সিংহ কি বলেন, বাংলার মানুষেরা বিজেপিকে প্রত্যাখান করেছেন। তারপরও বিজেপি খবরে থাকার জন্য এইসব করছে। মানুষই এদিন রাস্তায় নেমে বনধ ব্যর্থ করেছেন।
read also Asansol में Bangal Bandh जगह-जगह भाजपाइयों का प्रदर्शन पुलिस ने किया गिरफ्तार