আসানসোল দক্ষিণ থানার সামনে রাস্তায় ফেলে মার এক অভিযুক্তকে, দাদাগিরির অভিযোগ, গ্রেফতার তিন
রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত , আসানসোল, ২ মার্চঃ পুলিসের গাড়ি থেকে নামতেই এক যুবকের উপরে ঝাঁপিয়ে পড়ল এলাকার বাসিন্দারা। তারপর প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনেই চললো এলোপাতাড়ি মার। বুধবার দুপুরে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল দক্ষিণ থানার সামনে হুলুস্থুল কাণ্ড বেধে যায়। জানা গেছে, মার খাওয়া এই যুবকের নাম সনু সিং।
জানা গেছে, এদিন দুপুরে সনু সিং নামে এক যুবককে আসানসোল দক্ষিণ থানার সামনে গাড়ি থেকে নামায় পুলিশ। সেই যুবক নামতেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে একদল লোক। পুলিশের সামনেই তাকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো শুরু হয় ঐ যুবককে। কিল, চড়, ঘুসি, লাথি মারা কোন কিছুই বাদ যায় নি। মারের চোটে তার জামাপ্যান্ট ছিঁড়ে যায়। তড়িঘড়ি পুলিশ দৌড়ে এসে কোনমতে মারমুখী মানুষের হাত থেকে তাকে উদ্ধার করে থানার ভেতরে নিয়ে যাওয়া হয় ।
কিন্তু এই মারের পেছনে কি রয়েছে আসলে? জানা গেছে, আসানসোল দক্ষিণ থানার ঊষাগ্রাম দুর্গা মন্দির এলাকায় বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে একদল যুবক। অভিযোগ তাদের মধ্যে রয়েছে বড়কু সিং, তার ভাই সনু সিং সহ বেশ কয়েকজন। তাদের পেশা কয়লার চোরা কারবার। শুধু তাই নয়, সন্ধ্যা হলেই ঐ যুবকরা এলাকার মানুষকে মারধর, দোকানদারদের কাছে তোলা আদায় করে। যুবকরা প্রতিদিনই মদ খেয়ে এইসব করে। এমনকি তারা বন্দুক দেখিয়ে ভয় দেখাতো। এইনিয়ে বারবার আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানিয়েও কিছু হয়নি বলে অভিযোগ। এলাকার বাসিন্দা উমেশ যাদব ও সবিতা যাদবরা অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটে। বড়কু সিং ও ভাইয়েরা দলবল নিয়ে এলাকায় ভয় দেখানো শুরু করেছিলো। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বড়কু সিং রাতে থানায় চলে আসে। বুধবার সকালে সনু সিংকে আনে আসানসোল দক্ষিণ থানার পুলিস। তাকে থানায় আনতেই এই ঘটনা। তাকে ধরে রাস্তায় ফেলে শুরু হয় মারধর। এই ঘটনা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায় থানা সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে সন্ধ্যায় জানা যায়, বড়কু সিং, সনু সিং সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আসানসোল আদালতে তোলা হবে।