আসানসোলে চিকিৎসকের বাড়িতে ভয়ঙ্কর চুরি
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য : ( Asansol Live News Today ) আসানসোলের বিসি কলেজের কাছে বাড়িতে ভয়ঙ্কর চুরির ঘটনা ঘটলো মঙ্গলবার রাতে। এই বাড়িতে অস্থায়ীভাবে থাকেন চিকিৎসক অনির্বাণ রায় এবং তার স্ত্রী চিকিৎসক ঝুমা রায় ।গত রাত্রে বাড়িতে হাজার কথা ছিলো যার তিন্নি অসুস্থ থাকায় আসেননি ।
ঐ বাড়ির কাজের লোক খবর দেয় চিকিৎসক অনির্বাণ রায় কে আজ সকালে তাদের বাড়ির পেছনের জানালা ভেঙে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে চলে গেছে। চিকিৎসকরা জানান 40 হাজার টাকা নগদ এবং 60 হাজার টাকার মতো রুপোর বাসন পত্র নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গেছে খবর পেয়ে গ্রাম থানার পুলিশ সকালে আছে এবং তদন্ত শুরু করে।
রুপনারায়ণপুরের ফিজিওথেরাপিস্ট এর বাড়ি ফেরার পথে রহস্যজনক মৃত্যু শোকের ছায়া এলাকায়