PANDESWAR-ANDAL

ইউক্রেন থেকে বাড়ি ফিরল পড়ুয়া, সংবর্ধনা জানালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক

বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর : ইউক্রেন থেকে বাড়ি ফিরল লাউদোহা ফরিদপুর ব্লকের ডাক্তারি পড়ুয়া , সংবর্ধনা জানালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । ঘরের ছেলে ঘরে ফেরায় খুশি পরিবারের সদস্যরা । রবিবার দুপুরে ইউক্রেন থেকে বাড়ি ফিরল ডাক্তারি পড়ুয়া লাউদোহা ব্লকের বনগ্রামের শিবানন্দ গোপ। প্রশাসনের সহযোগিতা-তে বাড়ি ফিরতে পেরেছি  জানালো আতঙ্কিত ডাক্তারি পড়ুয়া। চলতি মাসের ২৪ তারিখ রাশিয়া, ইউক্রেন যুদ্ধ বেঁধে যায় । অন্যান্য ভারতীয়দের মত সেখানে আটকে শিল্পাঞ্চলের পড়ুয়ারাও ।

ইউক্রেন থেকে বাড়ি ফিরল

সংবাদমাধ্যমে যুদ্ধের ভয়াবহতা দেখে দুশ্চিন্তা ছড়ায় পরিবারে । ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক কাতর প্রার্থনা জানাই ছাত্রছাত্রীদের বাবা-মা সহ পরিবারের অন্যরা । সব উদ্বেগ সরিয়ে অবশেষে রবিবার বিকেলে লাউদোহায় বনগ্রামে নিজের গ্রামের বাড়িতে ফিরে শিবানন্দ গোপ জানায়, বৃহস্পতি বার সড়কপথে অন্যান্যদের সাথে সেও পৌঁছাই রোমানিয়া বর্ডারে । সেখানে রাত্রি যাপন করে শুক্রবার সন্ধে ছ’টায় ভারত সরকারের পাঠানো বিশেষ বিমানে দিল্লি পৌঁছে । গতকাল রাত কেটেছে দিল্লির বঙ্গভবনে ।

এদিন দিল্লি থেকে কলকাতা হয়ে দুপুর ৩টে ২৫ মিনিটে  অন্ডাল বিমানবন্দরে নামে। রবিবার সন্ধ্যায় তাঁর বাসভবনে ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । প্রশাসনের ব্যবস্থা করা গাড়িতে চেপে অন্ডাল বিমানবন্দর নিজের বাড়ি পৌঁছায় । কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন,কেন্দ্রীয় সরকার পরিবর্তনের জন্য আগাম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বারংবার যুদ্ধের আঁচ পাওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার নিশ্চুপ হয়ে বসে ছিলেন।কেন্দ্রীয় সরকারের এই অকর্মণ্যতার জন্য কর্নাটকের এক ছাত্রকে ইউক্রেনে প্রাণ দিতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *