BARABANI-SALANPUR-CHITTARANJAN

অবশেষ চিন্তার অবসান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন উত্তম শর্মা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Operation Ganga ) অবশেষ চিন্তার অবসান কাটিয়ে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন এর শর্মা পরিবারের। চিত্তরঞ্জন এর পশুপতি শর্মার বড় পুত্র উত্তম শর্মা মেডিক্যাল পড়াশোনা করতে ইউক্রেনে গিয়েছিলেন। তবে সেখানথেকে রবিবার সালানপুর ব্লক প্রশাসনের পাঠানো গাড়ি তাকে অন্ডাল বিমানবন্দর থেকে রিসিভ করে এবং সেখান থেকে রাত্রি নটা নাগাদ নিজের বাড়ি চিত্তরঞ্জন ফিরলেন ( Comeback from Ukraine ) ।তাকে অন্ডাল বিমান বন্দর থেকে রিসিভ করতে গিয়েছিল তার বাবা চিত্তরঞ্জন রেলকর্মী পশুপতি শৰ্মা , ভাই অভিনব শৰ্মা ও মা রীতা শর্মা ।সালানপুর ব্লক প্রশাসনের পাঠানো গাড়িতে করেই তাকে অন্ডাল বিমানবন্দর থেকে বাড়ি নিয়ে আসা হয়।

ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন উত্তম


গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের ফলে রীতিমতো চিন্তায় ছিল শর্মা পরিবার। শেষমেশ ভারত সরকার ও রাজ্য সরকারের সহযোগিতায় রবিবার রাত নটার সময় উত্তমকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ছেলে বাড়ি ফিরতেই রীতিমতো খুশির হাওয়া শর্মা পরিবারে। উত্তম ইউক্রেনের টার্ন অফ ন্যাশানাল মেডিক্যাল ইউনিভার্সিটির পঞ্চম বর্ষের ছাত্র। উমের কথায়,গত কয়েকদিন চরম আতঙ্কে দিন কেটেছে। অবশেষে ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় বাড়িতে ফিরতে পেরে ধন্যবাদ জানিয়েছেন সকলকে। যুদ্ধ থামলেও আদৌ পরবর্তী সময়ে ইউক্রেনে যাবেন কি না, এই মুহূর্তে এইধরনের চিন্তাভাবনা শুরু করেননি সে।


উত্তম জানিয়েছেন, ইউক্রেনের কিয়েভ শহরে থাকতেন ।যুদ্ধ শুরুর পর সেখান থেকে দ্রুত চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইউনিভার্সিটির তরফে। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে দুশ্চিন্তায় ঘুমাতে পারিনি। মনে হতে, মাঝরাতে বম্ব পড়লে কী হবে। এভাবে কয়েকদিন কাটানোর পর বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিই। সেখান থেকে প্রতিবেশী দেশ হাঙ্গেরিতে অনেক কষ্ট করে পৌঁছাতে পেরেছিলেন।হাঙ্গেরি থেকে ভারত সরকার এরোপ্লেনে তাকে মুম্বাই পর্যন্ত নিয়ে আসে ‘মুম্বাই বিমান বন্দর। সেখান থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার টিকিট কেটে মুম্বাই থেকে বিকেল ৪.৫৫’র বিমানে চেপে অন্ডালে এসে পৌঁছান রবিবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় ।


উত্তম বাবুর বাবা পশুপতি বাবু জানান শারীরিকভাবে অত্যন্ত চাপে থাকলেও ঘরে ফেরার আনন্দে উৎফুল্ল আছেন তিনি।দুশ্চিন্তা কাটিয়ে ছেলেকে চোখের সামনে পেলেন।তবে উত্তম শর্মা বাড়ি ফেরার খবর হতেই রাজনৈতিক মহলে থেকে প্রশাসনিক কর্তারা সকলেই উত্তম এর বাড়ী এসে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছ দিয়ে যান ।এদিন সালানপুর ব্লক এর যুগ্ম আধিকারিক ও সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং উত্তম এর বাড়ী এসে শুভেচ্ছা দিয়ে যান এবং যেকোন সাহায্যের কথা জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *