ASANSOL

পুলিশের সহায়তায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাল দুই পরীক্ষার্থী

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আজথেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ( madhyamik Exam) ।প্রায় করোনা মহামারীর শুরু থেকেই স্কুল কলেজ বন্ধ হয়ে পড়েছিল সাথে সাথে সমস্ত পরীক্ষাও বাতিল করা হয়েছিল এই দুই বছর।তবে দুই বছর পর আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা যার প্রথম দিন আজ ।বহু ছাত্র ছাত্রী পরীক্ষা স্থলে সময় মত পৌঁছালেও আছড়া রায় বলরাম গার্লস স্কুলের দুই ছাত্রী পরীক্ষার স্থলে পৌঁছাতে দেরি হলে রূপনারায়নপুর পুলিশ এর সহায়তায় পরীক্ষা স্থলে পৌঁছায়।

জানাজায় আছড়ার রায় বলরাম গার্লস বিদ্যালয়ের দুই পরীক্ষার্থী খুশবু তুরি ও লক্ষ্মী ডোম পরীক্ষা দেওয়ার জন্য তাদের নিজের স্কুলে পৌঁছে যান,কিন্তু সেখানেই তাদের শিক্ষা কর্মীরা বলেন তাদের পরীক্ষার কেন্দ্র চিত্তরঞ্জনের ডিভি গার্লস বিদ্যালয়ে।আর এই কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়েন ওই দুইজন ছাত্রী।সেই সময় আছড়ার রায় বলরাম গার্লস বিদ্যালয়ের সামনেই থাকা রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ রাহুলদেব মণ্ডল এবং জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান দ্রুত ব্যবস্থা নিয়ে ওই দুই ছাত্রীকে পুলিশ গাড়িতে চাপিয়ে ডিবি গার্লস বিদ্যালয় নিয়ে যান।

পরীক্ষা শুরুর ঠিক ১৫ মিনিট আগে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়।পরীক্ষা স্থলে পেন ,মাস্ক জলের বোতল ও সেনেতাইজার তুলে সেখানে তাদের স্বাগতম জানান ছাত্র তৃণমূলের নেতা মিঠুন মণ্ডল।
পরীক্ষা স্থলে পৌঁছে খুশি দুই ছাত্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *