মুুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর, শিল্প ক্ষেত্রে প্ল্যান জমা দিতে হবে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
ADDA ১৪৭ তম বোর্ড বৈঠকে সিদ্ধান্ত, হয়রানি ও সময় কমবে বলে দাবি
দুর্গাপুরের দুটি রাস্তা বনফুল সরণি ও অম্বুজা সরণি সংস্কারের জন্য ১১ কোটি টাকার ডিপিআর পাঠানো আছে
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ৯ মার্চঃ ( Asansol Durgapur News )মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুরে শিল্প করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো। আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) বা আড্ডায় দীর্ঘদিন ধরে চলে আসা প্ল্যান বা নকশা পাশ করার নিয়মের পরিবর্তন করা হলো। এতদিন শিল্পপতিদের প্ল্যান পাশ করাতে ও এনওসি বা নো অবজেকশন ( NOC) নিতে আড্ডা ও দুই এলাকার পুরনিগমে যেতে হতো। এবার থেকে তা আর হবেনা।




আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার আসানসোল ভবনে বুধবার বিকেলে সংস্থার ১৪৭ তম বোর্ড বৈঠকে শিল্পপতি ও ব্যবসায়ীদের প্ল্যান অনুমোদনে হয়রানি বন্ধ করতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন ধরে অভিযোগ ছিল একটি প্ল্যান পাশ করতে একবার পুরনিগম ও একবার আড্ডা দপ্তরে যেতে হতো। এতে তাদের যেমন অনেকটা সময় চলে যেতো, তেমন হয়রানিও হতে হতো।
এদিন আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে হওয়া বোর্ড বৈঠকে দুর্গাপুর ও আসানসোল পুরনিগমের নবনির্বাচিত দুুই মেয়র বিধান উপাধ্যায় ও অনিন্দিতা মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন ইসিএল, ডিএসপি বা দুর্গাপুর ইস্পাত কারখানার প্রতিনিধি, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ও আড্ডার সিইও নিতীন সিংঘানিয়া।
বৈঠক শেষে তাপস বন্দোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়ে বলেছিলেন আসানসোল বা দুর্গাপুর পুরএলাকার মধ্যে শিল্পপতিদের প্ল্যান অনুমোদন বা পাশের জন্য আবেদন আলাদা আলাদা করে দু জায়গায় করতে হয়। এর পরিবর্তন করতে হবে। তারজন্য সিঙ্গেল উইনডো সিস্টেম চালু করতে হবে। এদিনের বোর্ড বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত আবেদন আড্ডার কাছে আসবে। সেইসব আবেদন খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি গড়া হয়েছে। তাদের মাধ্যমেই সেই আবেদনের দ্রুত নিষ্পত্তি হবে ও প্ল্যান পাশ করা হবে। আগে প্ল্যান পাশের জন্য আসানসোল ও দুর্গাপুর পুরনিগমকে ডেভেলপমেন্ট ফি দিতে হতো। এখন সেই পুরনো নিয়মের পরিবর্তন হয়েছে।
শিল্পপতি আড্ডার সেই পি জমা দেবেন। আড্ডা প্ল্যান বাবদ প্রাপ্য ফি পুরনিগমে পাঠিয়ে দেবো। এতে অনেক অল্প সময়ে কাজটা দ্রুত শেষ হয়ে যাবে এবং শিল্পপতি বা ব্যবসায়ীদের হয়রানি বন্ধ হবে। এছাড়াও তিনি আরো বলেন, আসানসোল পুরনিগমের মেয়র অনুরোধ করেছিলেন আসানসোলের জিটি রোডের গীর্জা মোড়ের কাছে যে হকার্স মার্কেট আছে সেটিকে দোতলা বা তিনতলা করার জন্য। সেই অনুরোধ মেনে আড্ডা সেই কাজটা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া দুর্গাপুরের দুটি রাস্তা একটি বনফুল সরণি ও অপরটি অম্বুজা সরণি সংস্কারের জন্য ১১ কোটি টাকার একটি ডিপিআর পাঠানো আছে রাজ্য সরকারের কাছে। আমরা জেনেছি সেই ফাইলটি অর্থ সচিবের দপ্তরে আছে। আশা করছি ১৫ দিনের মধ্যে এর অনুমোদন মিলে যাবে। তারপর আমরা টেন্ডার করে দুটি রাস্তার কাজ শুরু করে দেব।
এদিন প্রায় আড়াই ঘন্টা ধরে চলা বৈঠকে ৩৭ টি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে। আড্ডর এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি শিল্প মহল ও বনিকসভাগুলি।