ASANSOL

পিএইচই দপ্তরের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Asansol News in Bangla ) পানীয় জলের দাবি জানিয়ে স্যানরেল বাসীদের বিক্ষোভ প্রদর্শন পি.এইচ.ই দপ্তরের সামনে।সোমবার সকালে আসানসোলের পি.এইচ.ই দপ্তরের ভিতরে প্রবেশ করে মহিলারা এবং পানীয় জল সাপ্লায়ের ভালপ বন্ধ করে তারা তাছাড়া তালা লাগানো হয় দপ্তরের মুখ্য গেটে।তাদের অভিযোগ পার্শ্ববর্তী এলাকায় ও কারখানায় নিয়মিত জল সাপ্লায় হলেও স্যানরেলে প্রায় বারোশ পরিবার জল পাচ্ছে না।বারবার বিক্ষোভ করা হয়েছে সবার কাছে আবেদন করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি।\

Asansol में पानी 

তাই আজ অবস্থান বিক্ষোভ করা হয়েছে এবং তার সঙ্গে আজ পানীয় জল সাপ্লায়ের ভালপ বন্ধ করে দেওয়া হয়েছে।যাতে সাধারণ মানুষ বুঝতে পারে আমরা কত কষ্ট পাচ্ছি।
এই প্রসঙ্গে দপ্তরে কর্মরত মেনটেনেন্স থাকা ব্যাক্তি জানান পর্যাপ্ত পরিমাণে জল না আসার কারণে সঠিক পরিমাণে জল সাপ্লায় হচ্ছে না তাই ওদের অসুবিধা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *