ASANSOLASANSOL-BURNPUR

বার্ণপুরে শত্রুঘ্ন সিনহা কর্মী সম্মেলন করলেন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা কর্মী সম্মেলন করলেন। মঙ্গলবার আসানসোলের বার্ণপুরের সম্প্রীতি হলে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, আসানসোলের মহা নাগরিক তথা জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়,তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু,আসানসোলের পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়,শিক্ষক সেলের সভাপতি তথা কাউন্সিলর অশোক রুদ্র,আলপনা ব্যানার্জী,বর্ষীয়ান নেতা প্রবোধ রায় সহ তৃণমূল নেতৃত্ব।

বার্ণপুরে শত্রুঘ্ন সিনহা

এদিন তিনি বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাকে প্রার্থী বানিয়ে আসানসোলে পাঠিয়েছে। তবে মানুষের সমস্যা তুলে ধরবো দিল্লির মসনদে। এর পাশাপাশি বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এসেছি। নোট বন্দী ও জিএসটির বিরুদ্ধে আমি সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলাম। সবার আগে হলো দেশ। তারপর দল ও সবার শেষে হলেন ব্যক্তি। সবশেষে তার মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন “বেঙ্গল অফ টাইগার্স “। তার সেন্স অফ হিউমার খুব ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় একজন গ্রেট লিডার। আমি তার নেতৃত্বে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসেছিলাম। তার সঙ্গে সবসময় শুরু থেকে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *