রামপুরহাটের ঘটনার প্রতিবাদ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে রাস্তায় বসলেন অগ্নিমিত্রা পাল
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৩ মার্চঃ ( Asansol News Today In Bangla ) বীরভূমের রামপুরহাটের ঘটনায় ( Rampurhat Violence ) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল ( Agnimitra Pal )। বুধবার সন্ধ্যায় আসানসোলের জিটি রোডের গীর্জা মোড়ে এই ঘটনার প্রতিবাদে বিজেপির নেতা ও কর্মীরা সরব হন। তারা জিটি রোডে আগুন জ্বালিয়ে বসে পড়েন। একটা বিক্ষোভ মিছিলও করা হয়। সেখানে বিজেপি প্রার্থী ছাড়াও ছিলেন জেলা সভাপতি দিলীপ দে সহ অন্যান্যরা।
বিজেপি প্রার্থী বলেন, রামপুরহাটের ঘটনা প্রমাণ করে দিয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা আজ কোন অবস্থায় রয়েছে। জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ, কারোর কোন নিরাপত্তা নেই। রামপুরহাটে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে শিশু ও মহিলা সহ ১২ জনকে পুড়িয়ে মারা হলো। রাজ্যের পুলিশ মন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে।
একইভাবে এদিন আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় এই ঘটনার প্রতিবাদে বিজেপির নেতা ও কর্মীরা বিক্ষোভ দেখান।
রাণীগঞ্জ, চরণ মুখার্জি : বুধবার বিকেলে রানীগঞ্জের পাঞ্জাব মোড় সংলগ্ন রামবাগান এলাকার কাছেই 60 নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটে জীবন্ত অগ্নিদগ্ধ করে গনহত্যা করেছে তৃণমূল এই দাবি তুলে 5 টা 35 থেকে 5 টা 50 পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো রানীগঞ্জ বিজেপি শহর মন্ডল এর সদস্যরা। পরে ঘটনাস্থলে পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশ পৌঁছে পথ অবরোধ কারীদের সরিয়ে দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
read also বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মনোনয়ন পত্র জমা দিলেন, রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিতিতে মিছিল
read also : একদিনে চারটি সভা, পাশে থাকার বার্তা শত্রুঘ্ন সিনহার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন