আসানসোলের জুবিলী মোড়ে বাইক আরোহীর কাছ থেকে ৬.৬৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত
বেঙ্গল মিরর,, কাজল মিত্র :- ( Asansol Live News Today) Breaking :পশ্চিম বর্ধমান আগামী 12 ই এপ্রিল। আসানসোল লোকসভা নির্বাচন। ঠিক তার আগেই আসানসোলের জুবিলী মোড়ে নাকা চেকিং এর সময় এক মোটরবাইক আরোহীর ব্যাগ থেকে পাওয়া গেল 6 লক্ষ 67 হাজার 500 টাকা। উদ্ধার করে আসানসোল পুলিশ এবং ঘটনাস্থলে থাকা সরকারি আধিকারিক।
যদিও মোটরবাইক আরোহীর কথায় তিনি অসুস্থ।তাই চিকিৎসার জন্য এই টাকা ধার করে নিয়ে আসছিলেন। এর পর পুলিশ তাকে অনেকটাই সময় দেয়। কিন্তু সঠিক প্রমান দিতে না পারায় টাকা সিজ করে পুলিশ। এবং ঐ ব্যক্তির নামে এফ আই আর করা হবে বলে জানান সরকারি আধিকারিক।নির্বাচনের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এসিপি মানবেন্দ্র দাস জানান, যথারীতি জুবিলী মোড়ে নাকা চেকিং করা হচ্ছে। আজকে বাইকে যাচ্ছিল এক যুবক। তাকে সন্দেহে জেরা করা হয়। তার কাছ থেকে পেয়েছেন ৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন এফএসটির কিশোর মাড্ডি, নর্থ থানার ওসি তন্ময় রায় ও অন্য়ানরা।