বগটুই গণহত্যার প্রতিবাদ : রাস্তায় আসানসোলের বিশিষ্টজন ও বুদ্ধিজীবিরা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ এপ্রিলঃ বগটুই গণহত্যার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় রাস্তায় নামলেন আসানসোলে বিশিষ্টজন ও বুদ্ধিজীবিরা। আইনজীবি, সাহিত্যিক, কবি, নাট্যকর্মীরা আসানসোলের জিটি রোডের বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের থেকে কোর্টমোড় পর্যন্ত ধিক্কার মিছিলটি হয়।
বিশিষ্ট আইনজীবি অমিতাভ মুখোপাধ্যায় বলেন, এই ঘটনা ন্যাক্কারজনক। কলকাতা বিশিষ্টজনদের এই ঘটনার প্রতিবাদে আগে নামা উচিত ছিল। কিন্তু বুদ্ধিজীবিরা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হওয়ায় প্রতিবাদের ভাষা হারিয়ে যাচ্ছে। কবি ভারতী বন্দোপাধ্যায় বলেন, কলকাতার বুদ্ধিজীবিদের একাংশ ভাতাজীবি হয়ে যাওয়া গণহত্যার প্রতিবাদ হয়নি। কিন্তু আসানসোল প্রতিবাদের পথ দেখালো। এবার রাজ্য জুডে় রাস্তায় নামবেন বিশিষ্টজনেরা। তাঁদের দাবি রামপুরহাটের বগটুই গ্রামের আগুন শুধুই সেখানেই সীমাবদ্ধ থাকবে না। সেই আগুন আসানসোলেও লাগতে পারে। তাই চুপ থাকা যাবে না।
জানা গেছে, এই প্রতিবাদ মিছিল করতে পুলিশ নিষেধ করেছিল। কিন্তু পুলিশ শেষ পর্যন্ত বাধা দেয়নি। বিনা বাধায় মিছিলটি শেষ হয়। তবে, রবীন্দ্র ভবনের সামনে পুলিশের ব্যাপক বন্দোবস্ত করা হয়েছিলো।