Tapan Kandu Murder : পারিবারিক বিবাদের জেরে প্রায় ৭ লক্ষ টাকার ভাড়াটে খুনির মাধ্যমে খুন
বেঙ্গল মিরর, পুরুলিয়া : ( Tapan Kandu Murder) পারিবারিক বিবাদের জেরে প্রায় ৭ লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে খুনির মাধ্যমে খুন করানো হয়েছে ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুকে। নিহত তপন কান্দুর ভাই গ্রেফতার নরেন কান্দু এই খুনের ঘটনায় যোগাযোগ করেছিলেন আসিক খানের সঙ্গে । আসিক খান যোগাযোগ করেন ভাড়াটে খুনি কলেবর সিংয়ের সাথে । এরপরই কলেবর সিংয়ের এই ঘটনায় আরও কয়েকজন ভাড়াটে খুনির সাথে যোগাযোগ করে তপন কান্দুকে গুলি করে হত্যা ।
গোটা ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট চারজন । নিহত তপন কান্দুর ভাইপো দীপক কান্দু, নিহত তপন কান্দুর দাদা নরেন কান্দু, কলেবর সিং এবং আসিক খান । ঘটনায় আরও চারজন যুক্ত রয়েছেন এবং তারা ঝাড়খন্ড এবং বিহারে লুকিয়ে রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। আজ পুরুলিয়া মফস্বল থানার ক্ষনিকা গেস্ট হাউসে সাংবাদিক বৈঠকে একথা জানালেন জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান।