BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জনে শত্রুঘ্ন সিনহার রোড শো

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ২০১৪ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়লাভ করে ছিলেন বাবুল সুপ্রিয় ।কিন্তু এখন তিনি তৃণমূলে যোগদান করার পর পুনরায় আসানসোল লোকসভা নির্বাচন এর ঘোষণা হয় ।এতে প্রতিটি দলের প্রার্থীরা রীতিমত ভোট ময়দানে । তবে আসানসোলের লোকসভা আসন যেমন দখল করা তৃণমূলের প্রধান লক্ষ্য। ঠিক তেমনই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে লোকসভায় পৌঁছে বিরোধী পক্ষ বিজেপিকে বিশেষ বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।এবারে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোট ময়দানে নেমেছেন শত্রুঘ্ন সিনহা ভোট প্রচারের দিন ঘোষণা হবার পর থেকেই তিনি প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছেন।

কখনো আসানসোল কখনো কুলটি আবার কখনো কয়লা অঞ্চল রানীগঞ্জ ও জামুড়িয়া।বিভিন্ন জায়গায় প্রচারের পাশাপাশি রবিবার চিত্তরঞ্জন রেল শহরেও প্রচার সারলেন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা ।এদিন চিত্তরঞ্জন এর তিননম্বর গেট থেকে প্রচার শুরু হয়ে হসপিটাল কলোনি ,সিমজুরি,ফতেপুর, আমলাদহী বাজার হয়ে পুনরায় তিনম্বর গেটের কাছে প্রচার শেষ করেন।প্রার্থীর সাথে প্রচারে ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি , আসানসোল মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ,সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ,চিত্তরঞ্জন ব্লক তৃণমূলের সভাপতি তাপস ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *