আসানসোল বিজেপি কার্যালয়ে বৈঠক চলাকালীন ধুন্ধুমার, ভিডিও ভাইরাল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : রবিবার সন্ধ্যায় আসানসোল বিজেপি কার্যালয়ে বৈঠক চলাকালীন ধুন্ধুমার, বিজেপি কর্মীদের মধ্যে হট্টগোলের, ভিডিও ভাইরাল। লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে লজ্জাজনক পরাজয়ের পর বিজেপি কর্মীরা উত্তেজিত। সূত্র মারফত খবর গতকাল সন্ধ্যায় বিজেপির জেলা কার্যালয়ে নেতাদের বৈঠক হয়। আর ওই সময় ব্যাপক হট্টগোল শুরু হয় বিজেপি কর্মীদের মধ্যে, কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকের ভিডিও ভাইরাল হয়।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/04/VideoCapture_20220418-081639.jpg)
যেটিতে বিজেপি নেতাদের হট্টগোল করতে দেখা যাচ্ছে, একটি ভিডিওতে টাকা লেনদেনের সময়ও অপব্যবহার করার অভিযোগ তোলা হচ্ছে। এই বৈঠকে বিজেপির জেলা সভাপতি দিলীপ দে, বিজেপি নেতা শঙ্কর চৌধুরী, শিবরাম বর্মণ, বিবেকানন্দ ভট্টাচার্য ,প্রমোদ বিশ্বকর্মা ,চিন্টু শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। অন্যদিকে, বিজেপি নেতারা হাতাহাতি করার কথা অস্বীকার করে ওই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন।