জলের দাবিতে রাস্তা অবরোধ
বেঙ্গল মিরর, বারাবনি , মনোজ শর্মা : বারাবনি ব্লক দমহানি গ্রাম পঞ্চায়েতে দমানি বাজার তিল পাড়ার বাসিন্দারা আজ দশটার দিকে দোমোহানি জামুরিয়া আসানসোল রাস্তা অবরোধ করে দেয় এবং এতে ব্যাপক মানুষ হতে হয় গাড়ি-ঘোড়া টোটালি বন্ধ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে তাদেরকে আশ্বাস দেয়ার পরে অবরোধ তুলে নেয়া হয়
স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে যে বেশ কুড়ি বছর ধরে এই গ্রামে কোন জলের পাইপ লাইন নাই তারা দু কিলোমিটার থেকে জল নিতে আসে দোমাহানি আর এখন রোজার মাস এই অবস্থায় তারা না পেয়ে অবশেষে তারা আজ রাস্তায় নামল .