হরিপুর গ্রামে দিনদুপুরে লক্ষাধিক টাকার চুরি
বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর ২৩ এপ্রিলঃ– বাড়িতে না থাকার সুযোগে দিনদুপুরে চুরি ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর থানার হরিপুর গ্রামে। প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে চোরেরা বলে অভিযোগ বাড়ির সদস্যদের। বাড়ির সদস্যা চম্পা দে জানান একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন পরিবারের সকল সদস্যরা। তার এক ভাইপো বাড়ি ছিল। ভাইপো- র হোটল থাকায় বেলা ১১টা নাগাদ বাড়িতে তালা দিয়ে চলে যায়। বিকাল ৪টা নাগাদ বাড়ির দরজা খুলতে গেলে দেখে ভিতর দিক থেকে দরজা বন্ধ রয়েছে।
এই বিষয় টি প্রতিবেশীদের জানায়, এবং মহিলার ভাইপো দেওয়াল ডেঙে বাড়িতে ঢুকলে দেখতে পায় বাড়ির দরজা খোলা। বাড়ি দেখে দেখে সবকিছু লন্ডভন্ড হয়ে আছে এবং আলমারি থেকে নগদ ক্যাশ টাকা ও সমস্ত সোনা রুপোর গয়না এমনকি ঠাকুরের গয়না চুরি করে নিয়ে পালিয়েছে চোরেরা। ঘটনার পরে পাণ্ডবেশ্বর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
চম্পা দেবি জানিয়েছেন প্রায় ১০ থেকে ১২ ভরি সোনার গয়না ও নগদ প্রায় দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।