রানিগঞ্জের ঘটনা, বাড়ির অদূরে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৭ এপ্রিলঃ বাড়ির অদূরে আমগাছ থেকে গলায় দড়ি দেওয়া এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো। বুধবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রানিগঞ্জ থানার চাঁপুইয়ের সুভাষ কলোনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম সন্দীপ বন্দোপাধ্যায় ( ৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দীপ বন্দোপাধ্যায় দূর্গাপুরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তিনি অবিবাহিত ছিলেন। বেশ কিছু দিন আগে কর্মক্ষেত্রে চোখে পাথর লাগে। চেন্নাইয়ে তার চিকিৎসাও হয়। তারপর থেকে ঐ যুবক মানসিক অবসাদে ভুগছিলেন।




বুধবার সকালে এলাকার বাসিন্দারা তাকে একটি আমগাছে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃত যুবকের দাদা প্রদীপ বন্দোপাধ্যায় পুলিশের কাছে লিখিত ভাবে জানিয়েছেন যে, ভাই সন্দীপ বন্দোপাধ্যায় মানসিক অবসাদে ভুগছিলো।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মঙ্গলবার রাতে কোন এক সময় ঐ যুবক বাড়ির লোকেদের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায় ও বাড়ির পাশে আমগাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। মানসিক অবসাদের কারণে এই ঘটনা ঘটেছে।