ASANSOL

আসানসোল পুরনিগমের বোর্ড বৈঠকে পানীয়জলের সংকট ও গাড়ুই নদী সংস্কার নিয়ে আলোচনা, বয়কট বিজেপি কাউন্সিলরদের

বেঙ্গল মিরর, .রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩০ এপ্রিলঃ ( Asansol News Today In Bengali )আসানসোল পুরনিগমের মেয়রের শপথ গ্রহণের পরে ৬০ দিন পার হয়ে গেছে। তারপরেও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ও বোরো চেয়ারম্যান নিয়োগ করা হয়নি। তাই শুক্রবার সকালে হওয়া আসানসোল পুরনিগমের দ্বিতীয় বোর্ড বৈঠককে বয়কট করলেন ৫ বিজেপি কাউন্সিলর। ৫ কাউন্সিলের তরফে ২৯ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্তা এদিন বলেন, ২৬ এপ্রিল মেয়র শপথ নেওয়ার পরে দুমাস পার হয়ে গেছে। তারমধ্যে মেয়র পারিষদ ও বোরো চেয়ারম্যান ঠিক করা হয়নি। তাই এই বৈঠক অসাংবিধানিক। এদিনের বৈঠকে আমরা তা বলতে চাইলে, তা বলতে দেওয়া হয়নি। তাই আমরা বয়কট করেছি। তিনি আরো বলেন, আমাদের দলনেত্রী চৈতালি তেওয়ারি ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। আমরা আর কয়েকদিন দেখবো। তারমধ্যে কিছু না হলে, আমরা আদালতের দ্বারস্থ হবো।


এদিনের বৈঠকে অবশ্য পুরনিগমের সিপিএম ও কংগ্রেসের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
তবে মেয়র বিধান উপাধ্যায় ও তৃনমুল কংগ্রেস জেলা নেতৃত্ব বিজেপির অভিযোগ ও তাদের কাউন্সিলরদের বৈঠক বয়কটকে গুরুত্ব দিতে চাননি।
এদিন মেয়র ও দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হকের উপস্থিতিতে বোর্ড বৈঠক শুরু হয়। চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় নিয়মমতো এই বৈঠকের পৌরোহিত্য করেন। বৈঠকে আগে থেকে যা বিষয়বস্তু ঠিক করা ছিলো তা নিয়ে আলোচনা করা হয়।


পরে মেয়র বলেন, গাড়ুই নদী সংস্কার ও আসানসোল পুরনিগম এলাকার পানীয়জলের সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক কাউন্সিলার বিষয়গুলো নিয়ে জানতেন না। তা তাদের অবহিত করা হয়েছে। আর কারা কি বললো ও বয়কট করলো, তা নিয়ে কি বলবো। মেয়র ও ও বোরো চেয়ারম্যান হওয়া নিয়ে মেয়র বলেন, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হওয়ার জন্য একটা সমস্যা হয়েছে। দ্রুত তা করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *