KULTI-BARAKAR

TMCর উদ্দোগে লছিপুর বাজারে জলছত্র

কাজল মিত্র :- রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও তীব্র তাপপ্রবাহে মাত্রা ছড়িয়েছে । যেখানে গত দুই সপ্তাহ থেকে তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 44ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে যার ফলে নাজেহাল হয়ে পড়ছে নিত্য পথযাত্রীরা । রাজ্যে প্রচন্ড দাবদাহ কে দেখে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার কুলটির ৫৯ no ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্দোগে এবং জেলা তৃণমূলের সহ সভাপতি বাচ্চু রায়ের নেতৃত্বে আজ রবিবার সকাল থেকে লছিপুর বাজারে ঠান্ডা পানীয় জল সঙ্গে ORS ব্যবস্থা করা হয়েছে সধারন নিত্য পথযাত্রীদের জন্য ।এতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সহ সভাপতি বাচ্চু রায় সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সাম্শের শেখ , গৌতম পাসয়ান , রাজু আনসারী , খোকন বাউরী সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *