তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক ৫ তারিখে , আগামীকাল উদ্বোধন তৃণমূল ভবনের
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ৫ তারিখে তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক, নেতাদের ডাক আসছে, তৃণমূল ভবন উদ্বোধন, তপসিয়া রোডে তৃণমূল কংগ্রেসের অফিস পুনর্নির্মাণ করা হচ্ছে ৷ এটি তৈরি করতে সময় লাগবে দুই থেকে আড়াই বছর। ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নতুন অফিসে অস্থায়ীভাবে চলবে। এই অফিসটি মেট্রোপলিটন সিএইচএস লিমিটেড, ক্যানাল সাউথ রোড, কলকাতায় অবস্থিত । আগামীকাল এখানে তৃণমূল ভবনের উদ্বোধন করা হবে।




অন্য়দিকে ৫ মে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের সমস্ত জেলার তৃণমূল নেতাদের বৈঠক হবে। এতে তৃণমূলের কার্যনির্বাহী কমিটির পদাধিকারী পাশাপাশি সমস্ত জেলার সভাপতি ও চেয়ারম্যানদের ডাকা হচ্ছে। এই বৈঠকে শিল্পাঞ্চলের নেতাদেরও ডাকা হচ্ছে। যেসব নেতাদের বৈঠকে অংশ নিতে হবে তাদের কলকাতা থেকে ডাকা হচ্ছে। তৃণমূল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত জেলার পাঁচ নেতার বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, রাজ্যের সহ-সভাপতি উজ্জ্বল চ্যাটার্জি, সেক্রেটারি ভি শিবদাসন দাসু, জেলা সভাপতি তথা মেয়র বিধান উপাধ্যায় এবং রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি তথা কোর কমিটির সদস্য অশোক রুদ্র রয়েছেন।