আবার স্পাইসজেটের বিমান বিভ্রাট, জরুরি অবতরণ
রাতের বদলে ভোররাতে অন্ডাল বিমানবন্দরে পৌঁছালেন ১৭৮ জন যাত্রী
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, অন্ডাল ( দুর্গাপুর), ৪ মে : : ( Spicejet Flight makes emergency landing in chennai after technical issue) আবার উড়ান বিভ্রাট স্পাইসজেটের বিমানের । চেন্নাই বিমানবন্দর থেকে উড়ানের কয়েক মুহূর্তের মধ্যে সেই বিমানবন্দরেই জরুরি অবতরণ করানো হয় ঐ বিমানের ৷ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
আরো জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাই বিমানবন্দর থেকে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির ৷ সেই বিভ্রাটের জন্য অন্য একটি বিমানে শতাধিক যাত্রীকে বুধবার ভোর তিনটে নাগাদ অন্ডালে নিয়ে আসা হয় । চেন্নাই থেকে স্পাইসজেটের এই বিমানে অন্ডাল আসেন ১৭৮ জন যাত্রী । পরে আবার অন্ডাল বিমানবন্দর থেকে ফের চেন্নাই যান ১৩১ জন যাত্রী ৷ এমনটাই জানানো হয়েছে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের তরফে ।
প্রসঙ্গতঃ, গত ১ মে রবিবার মুম্বই থেকে অন্ডাল বিমানবন্দরে অবতরণের ঠিক আগের কয়েক মিনিট আগে মাঝ আকাশে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে ১৮৮ জন যাত্রী নিয়ে আসা স্পাইসজেটের বিমান ৷ মাঝ আকাশে ঝঞ্ঝার কারণে জেরে নির্দিষ্ট সময়ের বেশ মিনিট আগেই অন্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷ তীব্র ঝাঁকুনি ও বাঙ্কার ভেঙে পড়ার ঐ ঘটনায় বিমানে থাকা তিন বিমানসেবিকা সহ ৪০ জন যাত্রী আহত হন । তাদের মধ্যে ১৭ জনকে অন্ডালে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে ভর্তি করা হয়। পরের দিন ১৪ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনকে নিয়ে যাওয়া হয় দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ৷ বুধবারের খবর ঐ তিনজনের শারীরিক অবস্থা ঠিক হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। এই ঘটনার তদন্ত করতে নেমে ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ ঐ বিমানের দুই পাইলটকে সরিয়ে দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারেননি।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার তিনদিনের মধ্যে স্পাইসজেটের বিমানেই বিভ্রাট ৷ সম্ভাবনা হিসাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করা হয়েছে। এই ঘটনার ডিজিসিএ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিট নাগাদ চেন্নাই বিমানবন্দর থেকে অন্ডালে আসার জন্য ঐ বিমান যাত্রা শুরু করে । অন্ডালে ঐ বিমানের অবতরণের সময় ছিলো রাত ৯ টা ২৫ মিনিটে ৷ কিন্তু এই বিভ্রাটের জেরে অন্য একটি বিমানে ১৭৯ জন যাত্রী বুধবার ভোর ৩ টে নাগাদ অন্ডালে পৌঁছা । প্রায় ১ ঘন্টা পর আবার ঐ বিমান অন্ডাল থেকে ১৩১ জন যাত্রীকে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে ।