DURGAPUR

দূর্গাপুরের লেনিন সরণির নাম বদলের সিদ্ধান্ত, লতা মঙ্গেশকরের নামে করার ভাবনা পুরনিগমের

রাজনৈতিক চাপান উতরে আন্দোলনের হুমকি সিপিএমের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/সৌরদীপ্ত সেনগুপ্ত, দূর্গাপুর, ১১ মেঃ এবার কোপ লেনিনের নামেও। বদল করা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের লেনিন সরণির নাম। সেই রাস্তা বা সরণির নাম করা হচ্ছে লতা মঙ্গেশকরের নামে বলে পুরনিগম সূত্রে জানা গেছে । আর এতেই শুরু হয়েছে ইস্পাত নগরী দূর্গাপুরে রাজনৈতিক চাপান উতর।
একে একে বাম আমলের সব চিহ্ন মুছে ফেলতে চুপিসারে এবার তৎপর হয়েছে দুর্গাপুর পুরনিগম বলে অভিযোগ করা হচ্ছে সিপিএমের তরফে । পুরনিগমের মেয়র পরিষদের বৈঠকে এই নামবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পাশাপাশি বদলে ফেলা হচ্ছে আরো চারটি রাস্তার নামও।তৃনমুল কংগ্রেসের পরিচালিত দূর্গাপুর পুরনিগমের লেনিন সরণির নাম বদলের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে এক সময় এই রাস্তার নামকরণ করা সিপিএম। এই দলের বক্তব্য, তারা লতা মঙ্গেশকরের নামে রাস্তার নামকরণ কোন আপত্তি নেই। তবে এই রাস্তার নামকরণ তার নামে করা যাবে না। নতুন করে কোন রাস্তার তা করতে হবে। সিপিএমের তরফে আন্দোলনে নামার হুমকিও দেওয়া হয়েছে।



দুর্গাপুর সরকারি কলেজ মোড়ের জওহরলাল নেহেরু সরণির সাথে কোকওভেন থানা এলাকার বিধান রায় সরণি সংযোগ করে এই লেনিন সরণি। আড়াই কিলোমিটার দীর্ঘ রাস্তাটির নামকরণ কমিউনিস্ট নেতা ভ্লাদিমির উলিয়ানভ লেনিনের নামে করা হয় ৪০ বছর আগে। মেয়াদ ফুরানোর আগে তৃণমূল কংগ্রেস পরিচালিত দ্বিতীয় বোর্ড এবার তাই বদলে ফেলতে চাইছে লেনিনের নাম। অনেকেরই অনুমান, শহর থেকে হঠিয়ে দেওয়া হচ্ছে শ্রমিক আন্দোলনের বিশ্ববরেণ্য নেতা লেনিনের মূর্তিও।


এদিন দুর্গাপুর (পুর্ব) র বিধায়ক প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে লেনিন সরণির সংস্কারের প্রকল্পের সূচনা করেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় । স্থানীয় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই বলেন, পুরনিগম আপাততঃ ৪০ লক্ষ টাকা খরচ করে রাস্তাটির সংস্কার করছে। এতে বর্ষার সময় মানুষের সুবিধা হবে। তবে, রাস্তাটির আমূল সংস্কারের জন্য ইতিমধ্যেই আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা ২৮ কোটি টাকা বরাদ্দ ধার্য করলেও, সেই কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে। তাই আমরা আপাততঃ এই সংস্কারের কাজটা করছি। দেবব্রতবাবু রাস্তা নিয়ে এত কথা বললেও তিনি বেমালুম চেপে যান রাস্তার নামবদলের বিষয়টি। বিষয়টি নিয়ে কিছু বলেননি মেয়র বা বিধায়কও।


সম্প্রতি, দূর্গাপুর পুরনিগমের মেয়র পারিষদের বৈঠকে ঠিক হয় মেয়রের নিজের ওয়ার্ড সিটি সেন্টারের চারটি রাস্তার নাম বদলে সদ্যপ্রয়াত সঙ্গীত সংস্কৃতি জগতের গণ্যমান্য ব্যক্তিদের নামে করা হবে। বেঙ্গল অম্বুজা-পূর্ব রাস্তার নাম বদলে করা হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সরণি, বেঙ্গল অম্বুজা-পশ্চিম রাস্তাটির নতুন নাম হচ্ছে বাপ্পী লাহিড়ী সরণি। বেঙ্গল অম্বুজা -উত্তর ও দক্ষিণ রাস্তা দুটির নাম বদলে করা হচ্ছে- পুলক বন্দ্যোপাধ্যায় সরণি ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সরণি। ঐ বৈঠকেই সিদ্ধান্ত হয় নাম বদলে ফেলা হবে লেনিন সরণির।
দূর্গাপুরের এক সিপিএম নেতা বলেন, গত পুর নির্বাচনে ভোট লুট করে সব ওয়ার্ডেই জিতে বিরোধী-শূন্য বোর্ড করেছে তৃনমুল কংগ্রেস। যা খুশি তাই তো ওরা করবেই। তবে, পরের ভোটে এসবের জবাব দেবে মানুষ।


সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির নেতা পঙ্কজ রায় সরকার বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কলকাতার যাদবপুরে লেনিনের মূর্তি ভেঙেছিল। এরা দুর্গাপুরের লেনিন সরণির নাম বদল করবে, তাতে আশ্চর্যের কিছু নেই।” তবে, তার দাবি, “এরকম ভুল কাজ করলে চুপ করে বসে থাকবে না সিপিএম। সিদ্ধান্ত বদলের দাবিতে জোরদার আন্দোলন করবো আমরা। কোনমতেই এখানে লেলিন সরণির নাম বদলাতে দেবনা।
লেনিন সরণির নাম বদলের প্রস্তাব মেয়র পরিষদের বৈঠকে পাস করা হলেও, রাস্তাটির নতুন নাম কি হতে চলেছে পুরসভা সে বিষয়ে এখনো কিছুই জানায়নি। বৈঠকের মিনিটসেও লেখা হয়েছে। জল্পনা তাই সব মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *