নেতাজি সুভাষ স্টেট গেমস – 2022-এ অংশগ্রহণ করতে চিত্তরঞ্জন শহরের তিনজন খেলোয়াড়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (BOA) দ্বারা আয়োজিত অষ্টম তম নেতাজি সুভাষ স্টেট গেমস – 2022-এ অংশগ্রহণ করতে যাচ্ছে চিত্তরঞ্জন শহরের তিনজন খেলোয়াড় । যারা শোটোকান আন্তর্জাতিক কারাতে ফেডারেশন ইন্ডিয়া টিম চিত্তরঞ্জন ইউনিট এর হয়ে এই খেলায় অংশগ্রহণ করতে চলেছে ।যাদের নসম গুলি হল শুভ্রদীপ সাধ্য, রাজ বাহাদুর,ও পূজা বাল্মীকি।খেলাটি 14 মে 2022 তারিখ হরিণঘাটা, নদীয়ার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
এছাড়া কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত 16,ও 17 এপ্রিল 24 তম কুমিতে রাজ্য চ্যাম্পিয়ন শিপে রাজ্য থেকে চিত্তরঞ্জন এর সোনার পদক পেয়েছে রাজ বাহাদুর,কুমিতে রৌপ পদক পূজা বাল্মীকি,কুমিতে ব্রোঞ্জ পদক কুমারী সোনালী ও কুমারী সেন্থিয়া হাসদা এবং রাজ্য চ্যাম্পিয়ন শিপে স্বাতী সিং ব্রোঞ্জ পদক পেয়ে জয়ী হয় ।সকল খেলোয়াড়দের সিনিয়র প্রশিক্ষক সেনসেই রাম নিবাস সিং ,সেনসেই তুহিন মন্ডল,ও প্রধান প্রশিক্ষণ সুনীল কুমার মন্ডল ।