মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদী মিছিল সিপিএমের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জঃ রবিবার বিকেলে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল ও ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদী মিছিল করে বিক্ষোভে সরব হলো সিপিএমের কর্মী সমর্থকরা। এদিন বিকেলে রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে তারা তাদের বিক্ষোভ মিছিল শুরু করে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান, সিপিএমের রানীগঞ্জ এরিয়া কমিটি নেতৃস্থানীয়রা।




ডলফিন ময়দান থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিল রানীগঞ্জ বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ব্যানার পোস্টারে তাদের বিভিন্ন দাবি-দাওয়া গুলি তুলে ধরে জনসমক্ষে, তাদের বিক্ষোভের কারণ বিক্ষোভ মিছিলের শেষে পথ সভার মাধ্যমে তুলে ধরেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিতে দেখা যায় রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, মহিলা নেত্রী কৃষ্ণা দাস গুপ্ত, সুপ্রিয় রায় ,দেবিদাস ব্যানার্জি প্রমুখকে।
read also পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ, পলাতক স্বামী, চাঞ্চল্য