ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জঃ  রবিবার রানীগঞ্জের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে। এদিন আদিবাসী নৃত্য সংগীত সহযোগে পশ্চিমবঙ্গ সরকারের আইন, বিচার ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক কে স্বাগত জানিয়ে নতুন করে গড়ে ওঠা আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের এক প্রান্তে ভবন, যা ফিফটিন ফিন্যান্স কমিশনের 22 লক্ষ টাকায় গড়ে উঠেছে, সেই ভবনের শিলার আবরণ উন্মোচন করে, দরজার ফিতে কেটে, প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন পর্ব সারলেন মন্ত্রি মলয় ঘটক। এদিন মন্ত্রী ছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি, পশ্চিম বর্ধমানের জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক তমোজিৎ চক্রবর্তী প্রমুখ।

এদিন মন্ত্রি মলয় ঘটক তার নিজের বক্তব্যে তৃণমূল সরকার কি কি উন্নয়ন মূলক কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরার সাথেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি এদিন তার বক্তব্যে দাবি করেন কেন্দ্র সরকারের কাছে পাওনা টাকা না মেলায় ব্যাপক দূর্ভোগে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে, 100দিনের প্রকল্পের টাকা দিচ্ছেনা কেন্দ্র, বলে দাবী করার সাথেই তিনি দাবি করেন আইসিডিএস প্রকল্পের 10 শতাংশ টাকা দিচ্ছে কেন্দ্র যার ফলে অন্যান্য রাজ্যগুলিতে এই প্রকল্প চালু না থাকলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আইসিডিএস প্রকল্প চালু রেখে স্বাভাবিক জীবনযাপনের মানকে বজায় রাখার চেষ্টা করেছেন। একই সাথে তিনি এদিন বাম সরকারের সময় কালের কথা তুলে ধরে তাদের সময়ে ড্রপ আউটের সংখ্যা 85 শতাংশ ছিল বলে জানান দেওয়ার সাথেই স্কুলের বর্তমান সময়ে প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *