অধিকাংশ সদস্য উপস্থিত না থাকায় মাঝ পথে শেষ পাড়ায় সমাধান, ক্ষোভ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- এলাকার সমস্যা সমাধানে দুয়ারে সরকারের পর ফের চালু হল পাড়ায় সমাধান কর্মসূচি। ২০২০সালে দুয়ারে সরকারের সাফল্য পাওয়ার পর পাড়ায় সমাধান কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গত বছর থেকে শুরু হয় এই কর্মসূচি তবে করোনার কারনে প্রায় বন্ধ হয়েছিল ।কিন্তু পুনরায় আবার শুরু হল এই পাড়ায় সমাধান।এই কর্মসূচির মধ্যে দিয়ে এলাকার মানুষ গিয়ে পাড়ার ছোটখাট সমস্যার কথা জানতে পারবেন।
আর পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন কারন দুয়ারে সরকারের কার্যক্রম হওয়ায় বহু মানুষ উপকৃত হয় যার ফলে সরকারের নির্দেশে এবার পাড়ায় সমাধানের মধ্যে দিয়ে মানুষের সুবিধা অসুবিধা সহ বিভিন্ন সমস্যার কথা উঠে আসবে আর তাই এবার বারাবনি ব্লকের দোমোহানি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বৃহস্পতিবার দোমহানি হিন্দি স্কুলে চত্বরে অনুষ্ঠিত হল পাড়ায় সমাধান কর্মসূচির।
দোমহানি গ্রাম পঞ্চায়েতে মোট ১৩ টি সংসদ রয়েছে যার মধ্যে কেবল তিনটি সংসদ এর সদস্যদের দেখা মিলল এই পাড়ার সমাধান এর অনুষ্ঠানে।
জানা গেল এই সমাধানে যারা আসেনি তাদের নানারকম সমস্যা দেখা দিয়েছে ।তবে ওই সংসদ এর যেসকল মানুষ উপস্থিত ছিলেন এবং নিজের সমস্যার কথা বলবেন সেইসুযোগ তারা নাপেয়ে বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এই পঞ্চায়েতের বহু মানুষের সমস্যা রয়েছে যেমন অনেকের ঠিকমতো বাড়ি নাই আবার অনেকের যাতায়াতের রাস্তার ব্যবস্থা নাই জলের ঠিকমতো জল পড়ে না কিছু কিছু জায়গায় পথবাতি থাকলেও সেই লাইট জ্বলেনা।বহু মানুষ তাদের অসুবিধার কথা বলার আগেই অনুষ্ঠানের কর্মসূচি আগেই শেষ করে দেয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা সিং পঞ্চায়েতের সদস্য সুজিত মাঝি,সুনীল সরেন এছাড়াও ছিলেন দোমোহানী গ্রাম পঞ্চায়েতের সম্পাদক অরূপ ঘোষাল, বিনয় মন্ডল বিষ্ণুপদ মন্ডল সহ আরো অনেকেই ।