বেকারদের কর্মসংস্থানই এখন লক্ষ্য, উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে সালানপুর ব্লকে জেলাশাসক এর বিশেষ বৈঠক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে বিশেষজ্ঞদের দিয়ে শিল্প উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্ম উপযোগী এবং দক্ষ গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বেকার যুবক যুবতীদের জন্য এই উৎকর্ষ বাংলা প্রকল্পটি ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতীদের বিনামূল্যে কর্মোপযোগী দক্ষতার প্রশিক্ষণ দেওয়াই মূল লক্ষ্য।
এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্ন কারখানা এবং অন্যান্য জায়গায় কর্ম সংস্থানের সুযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল।রাজ্যের অন্যান্য জেলাগুলির মত পশ্চিম বর্ধমান জেলাতেও প্রকল্পটির অগ্রগতির জন্য এবার বিশেষ ভূমিকা নিলেন জেলাশাসক।জেলা প্রশাসনের শীর্ষকর্তা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিষয়টি অগ্রগতির ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আর তাই অন্যান্য ব্লকের সাথে সাথে সালানপুর ব্লকে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের কাজ যাতে দ্রুততার সঙ্গে শুরু হয়,তার জন্য শনিবার সালানপুর ব্লক কার্যালয়ে সালানপুর ব্লকের সমস্ত কল কারখানার আধিকারিকদের সঙ্গে একটি আলোচনা সভা সারলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক অরুণ প্রসাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি,
,সালানপুর ব্লক আধিকারিক এর চার্জে থাকা রাজেশ কুমার , যুগ্ম ব্লক আধিকারিক শ্রেয়া নাগ ।
এই ব্যাপারে জেলাশাসক অরুণ প্রসাদ জানিয়েছেন, সালানপুর ব্লকে যাতে দ্রুততার সঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্পটি শেষ করা যায়, তার জন্য সালানপুর ব্লকের বিভিন্ন কল কারখানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সমস্ত কারখানা কর্তৃপক্ষকে উৎকর্ষ বাংলা প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি জানিয়েছেন.
সালানপুর ব্লকে প্রচুর বেকার যুবক – যুবতী রয়েছেন। তাদেরকে এই উৎসর্গ বাংলার মাধ্যমে যথাযথ প্রশিক্ষণ দিয়ে কর্মোপযোগী এবং দক্ষ বানিয়ে স্থানীয় কারখানায় নিয়োগ করার প্রাথমিক লক্ষ্য নেওয়া হয়েছে ।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পশ্চিম বর্ধমান জেলার কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সমিতির সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং হোটেল এসোসিয়েশনের সভাপতি মনোজ তেওয়ারী,সালানপুর,দেন্দুয়া,
কল্যানেশ্বরী এলাকার বিভিন্ন কলকারখানার আধিকারিক সহ সঙ্গে ছিল জেলার ও ব্লকের উৎকর্ষ বাংলার শীর্ষ স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা।