বরাকর থেকে দুর্গাপুর এর উদ্দেশ্যে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্বাধীনতার 75 তম উদযাপন সমিতির বাইক যাত্রা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Asansol Barakar News Today )স্বাধীনতার 75 তম বর্ষপূর্তি উপলক্ষে ( Azadi ka Amrit Mahotsav ) স্বাধীনতার 75 তম উদযাপন সমিতির পরিচালনায় অর্থাৎ হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্বে রবিবার সকালে এক সুসজ্জিত বর্ণাঢ্য বাইক যাত্রার শুভ সূচনা করা হলো কুলটি থানা অন্তর্গত বরাকর বেগুনিয়া মোড় থেকে। এই বাইক যাত্রাটি বরাকর থেকে আরম্ভ হয় নিয়ামতপুর নিউ রোড হয়ে চৌরঙ্গী মোড় এর 2 নম্বর জাতীয় সড়ক এর পথ ধরে আসানসোল হয়ে দুর্গাপুরের উদ্দেশ্য রাওনা দেয় । যেখানে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে বাইক যাত্রা আরম্ভ করা হলো রবিবার সকালে। এই বাইক যাত্রায় উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার BJP বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ হিন্দুত্ববাদি সংগঠনের নেতৃত্বগন ।
কুলটি বিধায়ক অজয় পোদ্দার বলেন ভারতের 75 তম বর্ষ পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে একসাথে 8.56 মিনিটে জাতীয় পতাকা উত্তোলন হয় ।এরপরই জাতীয় সঙ্গীত গান করে এই বাইক যাত্রায় সূচনা হয়।তিনি বলেন ভগৎ সিং ,সুভাষ বস ,রাজগুরু ,ক্ষুদিরাম কে আমরা দেখতে পায়নি কিন্তু যদি দেশের প্রতীক জাতীয় পতাকা নিয়ে যায় তাহলে তারা সকলে হয়ত যেখানেই আছেন আমাদের দেখতে পাবেনএবং
ভারতের এই যুবকরা তদের অসম্পূর্ণ কাজ পূরণ করতে এগিয়ে আসছে।এখানে সমস্ত দেশের ভারতীয় নাগরিক ভক্তরা ও দেশপ্রেমী রয়েছে
এখানে কোন রাজনীতির রঙ নেই । বিশেষ নিরাপত্তা বিষয়ে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC পশ্চিম অভিষেক মোদী , ACP কুলটি সুকান্ত ব্যানার্জি ,কুলটি থানা ইনচার্জ ,ও বরাকর ফাঁড়ি প্রভারি