পশ্চিম বর্ধমান জেলায় রাজা রামমোহন রায়ের জন্মদিন পালন
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল: রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মদিবস রবিবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পালিত হল। জেলা পর্যায়ের মুল অনুষ্ঠানটি হয় আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ে । একইসঙ্গে জেলার দুর্গাপুর মহকুমা ও প্রতিটি ব্লকে রাজা রামমোহন রায়ের জন্মদিবস পালনের অনুষ্ঠান আয়োজন হয়।
রাজা রামমোহন রায়ের জীবন দর্শন নিয়ে আলোচনা ও ব্রাহ্ম সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানগুলি হয়। জেলার মূল অনুষ্ঠানে সহযোগিতা করে সারদা সঙ্গীত বিদ্যাপীঠ । এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর নাথ ও সুতপা নাথ সরকার।