সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে নাটকের মধ্য দিয়ে সচেতনতা শিবির
বেঙ্গল মিরর, কাজল মিত্র, সালানপুর:-আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনাটের উদ্যোগে এবং সালানপুর থানার ব্যাবস্থাপনায় বিগত দুইদিন ধরে নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করতে বিশেষ পথ অবলম্বন করেছে ।তবে এই সচেতনতা প্রদর্শন নাটক দেখে মানুষ কতটা সচেতন সেটাই দেখার ।কারন প্রতিনিয়ত সরকারের তরফে বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করছে কখন মাইকিং এর মাধ্যমে কখনো টিভিতে প্রচার করে আবার কখনো রাস্তার মোড়ে মোড়ে নাটকীয় ভূমিকায় ।আর তাই এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এর তথাবধানে
দেন্দুয়া মোড়,সামডি,ডাবর মোড়,কল্যানেশ্বরী মোড়ে,পথ নাটকের মধ্য দিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির করা হলো।
কলকাতার “কও কথা” নাট্য সংস্থার পরিচালনায় “পথে যেতে যেতে” নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।এদিন সাধারণ মানুষদের জানানো হয় যে হেলমেট পরে গাড়ি চালানো সবার উচিত তবে দুর্ঘটনা থেকে বেঁচে থাকা যায় ও সিটবেল্ট পরে গাড়ি চালান।ড্রিঙ্ক এন্ড ড্রাইভ হচ্ছে আইনত অপরাধ।সাবধানে যানবাহন চালালে দুর্ঘটনা হবে না তাও জানানো হয়।এই নাটকের মধ্যে মুখ্য চরিত্রে অংশ নিয়েছিলেন ভাসতি মুখোপাধ্যায় এবং সুশান্ত মুখোপাধ্যায়,অরিন্দম,সাগর,প্রঙ্কর,সুবীর
।তাছাড়া এই নাটকে মুখ্য রূপে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা সহ প্রমূখে।সালানপুর থানার এমন এক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ থেকে এলাকা বাসী।