জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েতের উদ্দোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- প্রিয়া আকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আসানসোল লং লাইভ রিহ্যাবিলিটেশন সোসাইটির উদ্দোগে জিতপুর উত্তর রামপুর গ্রাম পঞ্চায়েত এর সহযোগিতায় একটি বিনামূল্যে চক্ষু ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ।রবিবার জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের কল্যানগ্রাম নীললোহিত কমিউনিটি হলে আয়োজিত শিবিরে বিশেষজ্ঞদের উপস্থিতিতে রোগীদের চোখ ও ডায়াবেটিসের বিভিন্ন পরীক্ষা করা হয়।একই সাথে২০০ জন মানুষকে নিখরচায় চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করাহয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে।




শিবিরে বিশেষভাবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান , জিৎপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, উপপ্রধান বন্দনা মন্ডল,সাগর কুন্ডু ,প্রদীপ পন্ডিত ,রাসমণি বেশরা সহ আরো অনেকে ।
প্রমুখ।এদিন সমাজকর্মী তথা সংস্থার সম্পাদক পল্লবী হালদার জানান বিভিন্ন সামাজিক কাজে তাঁরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকেন ।
তদের এই সংস্থা মহিলাদের সাবলম্বী গড়ে তুলতে বিশেষ প্রয়াস চালিয়ে যাচ্ছে। ১৬ ই জুন এখানে ক্যান্সার সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে।শিবিরে নালন্দা মেডিকেল কলেজ এবং ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের চিকিৎসকেরা অংশ নেবেন ।একইসাথে সেক্সুয়াল হারেসমেন্ট মহিলা ও মেয়েদেরকে ন্যায় দিতে তারা এগিয়ে আসে এই সংস্থা।