ASANSOL

Asansol Intercity সহ দেশের বিভিন্ন  রুটের ৮২ টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে কবে দেখে নিন তালিকা

১৪টি ট্রেনের রুট পরিবর্তন হবে, বাতিল করা হবে অসংখ্য ইএমইউ অর্থাৎ লোকাল ট্রেন

বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল : ( Trains Regulation in Eastern Railway ) পূর্ব রেলওয়ের হাওড়া-বর্ধমান মেন লাইন মেইন লাইনে ব্যান্ডেল এবং  শক্তিগড় রেলওয়ে  সেকশনে ব্যান্ডেল এবং মগরা  স্টেশনে তৃতীয়  রেল লাইনের ( Bandel Magra Third Line )  কাজের সাথে নন-ইন্টারলকিং থাকবে। মে মাসের শেষ সপ্তাহে ট্রেন  বাতিলের কারণে  রেল  যাত্রীদের  সমস্যা বাড়বে। আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি ছাড়াও, পূর্বান্চল, শিয়ালদহ বালিয়া, হাটে-বাজারে এক্সপ্রেসের মতো  গুরুত্বপূর্ণ ট্রেনগুলি বাতিল থাকবে। এই সময়ে, হাওড়া এবং শিয়ালদহ থেকে দেশের বিভিন্ন  রুটের ৮২ টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনগুলি  বিভিন্ন দিনে বাতিল করার ঘোষণা করা হয়েছে। অনেক ট্রেন, বিশেষ করে বাংলা  থেকে বিহার এবং উত্তর প্রদেশগামী  অনেক ট্রেনই  বাতিল থাকবে। শুধু তাই নয়, জলপাইগুড়ি এবং উত্তর-পূর্বের অনেক ট্রেনও বাতিল করা হবে।


এতে ১৪টি ট্রেনের রুট পরিবর্তন হবে। সেই সঙ্গে বাতিল করা হবে অসংখ্য ইএমইউ অর্থাৎ লোকাল ট্রেন। রেলওয়ের তরফে জানানো  হয়েছে ২৭ থেকে ৩০ মে পর্যন্ত ট্রাফিক অবরোধ নেওয়া হবে। এই কারণে, 27 মে বিকাল 3 টা থেকে 30 মে বিকাল 3  টা পর্যন্ত বুন্ডেল হয়ে  ট্রেন চলতে পারবে না। কিছু ট্রেন ডাইভার্ট করে চালানো হবে। অন্যান্য ট্রেন বাতিল করা হবে। যে ট্রেনগুলিকে ঘুরিয়ে  দেওয়া হবে তার মধ্যে  রয়েছে ধানবাদ-হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-ঋষিকেশ দুন এক্সপ্রেস এবং হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস।


03047 হাওড়া: রামপুরহাট বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার 27 থেকে 30 মে। 03048 রাপুরহাট হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার 28 থেকে 31 মে 12384 আসানসোল শিয়ালদহ এক্সপ্রেস 27, 28 এবং 30 মে 12383 শিয়ালদহ আসানসোল এক্সপ্রেস 27, 28 এবং 30 মে 13045 হাওড়া দুমকা ময়ূরাক্ষী এক্সপ্রেস থেকে 31 মে 26 26 মে 13045 হাওড়া দুমকা ময়ুরক্ষী এক্সপ্রেস। 13015 হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস 25 থেকে 30 মে • 13016 জামালপুর : হাওড়া কবিগুরু এক্সপ্রেস 27 থেকে 31 মে • 22321 হাওড়া সৌদি হ্যাল এক্সপ্রেস 27 থেকে 30 মে 22322 পর্যন্ত বাতিল হয়েছে সৌরি : হাওড়া হুল এক্সপ্রেস 27 থেকে 31 মে পর্যন্ত বাতিল হয়েছে ১ম মুক্তিযোদ্ধা এক্সপ্রেস ২৭শে মে বাতিল • 22197 হাওড়া : ঝাসি ১ম স্বাধীনতা সংগ্রামী এক্সপ্রেস 29শে মে 13031 হাওড়া জয়নগর এক্সপ্রেস 25 থেকে 30 মে 13032 তারিখে বাতিল হয়েছে জয়নগর : হাওড়া এক্সপ্রেস 26 থেকে 31 মে পর্যন্ত বাতিল হয়েছে কলকাতা এক্সপ্রেস : 31 মে 13031 তারিখে 13138 আজমগড় : কলকাতা এক্সপ্রেস 31 মে 13105 তারিখে বাতিল হয়েছে শিয়ালদহ : বালিয়া এক্সপ্রেস 26 থেকে 30 মে 13106 বালিয়া : শিয়ালদহ এক্সপ্রেস 27 থেকে 31 মে 15052 পর্যন্ত বাতিল হয়েছে গোরখপুর : কলকাতা এক্সপ্রেস 26 মে বাতিল হবে
(ট্রেন বাতিল করা হয়েছে) 15051 কলকাতা : গোরখপুর এক্সপ্রেস 27 মে 15048 তারিখে বাতিল হয়েছে গোরখপুর : কলকাতা এক্সপ্রেস 27 ও 29 মে বাতিল হয়েছে গোরখপুর এক্সপ্রেস 29 মে বাতিল হয়েছে •

13021 হাওড়া : রাক্সৌল মিথিলা এক্সপ্রেস 27 থেকে 29 মে 15048 তারিখে বাতিল হয়েছে 30 মে 13185 শিয়ালদহ জয়নগর গঙ্গা সাগর এক্সপ্রেস 26 থেকে 29 মে 13186 জয়নগর: শিয়ালদহ গঙ্গা সাগর এক্সপ্রেস 27 থেকে 30 মে 13023 হাওড়া গয়া এক্সপ্রেস: 27 থেকে 29 মে পর্যন্ত থাকবে। 13024 গয়া : হাওড়া এক্সপ্রেস 28 থেকে 30 মে 13155 কলকাতা : দারভাঙ্গা মিথিলাঞ্চল এক্সপ্রেস 26 ও 29 মে 13156 দারভাঙ্গা : কলকাতা মিথিলাঞ্চল এক্সপ্রেস 27 ও 30 মে • 13159 কলকাতা : জোগবানি এক্সপ্রেস 27 মে 13160 কলকাতা : জোগবানি এক্সপ্রেস 27 মে 13160 কলকাতা : S2163 মে কলকাতা সীতামাড়ি : কলকাতা এক্সপ্রেস ২৯ মে ১৩১৩৫ কলকাতা : জয়নগর এক্সপ্রেস ২৮ মে ১৩১৩৬ জয়নগর কলকাতা এক্সপ্রেস ২৯ মে ১৩০২৯ হাওড়া : মোকামা এক্সপ্রেস ২৬ থেকে ২৯ মে ১৩০৩০ মোকামা হাওড়া এক্সপ্রেস ২৭ থেকে ৩০ মে এক্সপ্রেস ২৮ মে

Trains Cancelled : দেখে নিন ট্রেনের তালিকা

Trains Cancelled

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *