ড্রেনেজ সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করলেন মেয়র
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ড তথা কুলটির চলবলপুর এলাকায় দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার বেহাল দশা ছিল ৷ বর্ষার সময় এলাকায় জল জমে মানুষের দুর্ভোগ বাড়তো ৷ সেই অসুবিধা দূর করতে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে মঙ্গলবার এলাকায় ড্রেনেজ সিস্টেম গড়ে তোলার কাজ শুরু হয় ৷ উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়, স্থানীয় পুরমাতা মুনমুন মুখার্জি সহ আরো অনেকে ৷ এই বিষয়ে মুনমুন মুখার্জি বলেন, মানুষের দীর্ঘ দিনের চাহিদা পুরণ করতে পেরে খুশি ৷ তবে এলাকায় নিকাশি ব্যবস্থার কাজ শেষ হলে, পানীয় জলের পাইপ লাইনের কাজ ও রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে
৷ অন্যদিকে মহানাগরিক বিধান উপাধ্যায় বলেন, চলবলপুর এলাকায় নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে ১০ লাখ ৪৪ হাজার টাকা আসানসোল পুরনিগম থেকে বরাদ্দ করা হয়েছে ৷ মঙ্গলবার থেকে এই কাজ শুরু হয়েছে ৷ পাশাপাশি পানীয় জল সরবরাহের পাইপ লাইন গড়ে তুলতে যে ডিপিআর তৈরী করা হয়েছিল, রাজ্য সরকার সেই খাতে ৪২৫ কোটি টাকার অনুমোদন দিয়েছেন ৷ ফলে খুব দ্রুত সেই কাজ শুরু করা হবে ৷ আগামী ২০২৩-২৪ সালে আসানসোল পুরনিগম এলাকায় পুরোপুরি ভাবে পানীয় জলের সংকট মেটানো সম্ভব হবে ৷