BARABANI-SALANPUR-CHITTARANJAN

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপনারায়নপুর ফাঁড়ির উদ্দোগে বৃক্ষ রোপন কর্মসূচি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আজ ৫-ই জুন, গোটা বিশ্ব জুড়ে পরিবেশ দিবস হিসেবে এই দিনটি পালন করা হয় ।
পরিবেশকে বসবাসের উপযোগী ও জীব বৈচিত্রকে অক্ষুন্ন রাখতে হলে প্রতিটি দিনই পরিবেশ দিবস হওয়া উচিত বলে মনে করে পরিবেশ প্রেমীরা ।ঠিক সেভাবেই, ৫-ই জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ি ও কল্যানেশ্বরী ফাঁড়ির পক্ষ বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচি আয়োজন করা হয় ।


এই কর্মসূচি উপলক্ষে রূপনারায়নপুর ফাঁড়ির পক্ষ থেকে অভিনব ভাবে পালকিতে করে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে বৃক্ষের চারা পালকিতে বহন করে আনা হয় এর পর সেই বৃক্ষের চারা গুলি রূপনারায়নপুর ফাঁড়ির চত্তর এলাকায় লাগানো হয়
একই সাথে এলাকার ছাত্র ছাত্রীদের হাতে বৃক্ষের চারা বিতরণ করাহয় ।

এদিন সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি জানান যে যেভাবে প্রকৃতি ধ্বংস লীলা শুরু হয়েগেছে তাতে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে আমাদের পরিবেশ দিবস নয় প্রতিদিনই একটি করে গাছ লাগা উচিত ।এই
দিনটি শুধুমাত্র আজকের জন্যই নয়, এই কর্মসূচি যদি আমরা প্রত্যেকদিন করে থাকি তাহলে আমাদের অক্সিজেনের অভাবে আর এদিক সেদিক ছুটে বেড়াতে হবে না।
এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি , রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ রাহুল দেব মন্ডল ,রঞ্জিত সরকার ,সহ এলাকার বিভিন্নসমাজ সেবী মানুষ জনেরা ।

Leave a Reply