ASANSOL

আসানসোল কর্পোরেশনের কমিশনারের দায়িত্ব নিলেন রাহুল মজুমদার

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : দায়িত্ব নিলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন কমিশনার। মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন আসানসোল পুরনিগমের নতুন পুর কমিশনার রাহুল মজুমদার। তাকে স্বাগত জানান কর্পোরেশনের ওএস বীরেন্দ্রনাথ অধিকারী। এরপর কমিশনার মেয়র বিধান উপাধ্যায় ও চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি,ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হকের
সঙ্গে দেখা করেন। সবাই তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এরপর কমিশনার বিভিন্ন দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলাপচারিতা করার বৈঠক করেন। উল্লেখ্য, রাহুল মজুমদার এর আগে পুরুলিয়ার ডিএম বা জেলাশাসক ছিলেন। গত ২ জুন তাকে বদলি করে আসানসোলের মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের কমিশনার এবং আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার ( ADDA) CEO-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আসানসোল পুরনিগমের পুর কমিশনার তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও নীতিন সিঙ্গানিয়াকে মালদহের জেলাশাসক পদে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *