রানিগঞ্জে দামোদর নদের জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা, নিখোঁজ দুই
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: ( Asansol Raniganj News Today ) দামোদর নদের জলে তলিয়ে যাওয়ার আশঙ্কায় শঙ্কিত হলো দুই পরিবারের সদস্যরা। রানিগঞ্জের মথুরা চণ্ডী নদী ঘাটে বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ দুই যুবক, নিখোঁজ যুবকের নাম শুভ দাস ও সৌরভ নন্দী। শুভর বয়স ১৫ বছর, সৌরভের বয়স প্রায় ২১ বছর, এ প্রসঙ্গে শুভ দাসের মামা হারাধন দাস জানান, আজ দুপুর আড়াইটার দিকে তার ভাগ্নে শুভ ও তার বন্ধু সৌরভ নদীতে গোসল করতে আসে। ছোট ভাই তাকে ফোন করেছিল যে তার ভাগ্নে এবং তার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।




নিখোঁজ হলো এক ব্যক্তি ও এক কিশোর। জানা গেছে নতুন এগারার বছর 15 শুভ দাস ও বছর একুশের সৌরভ নন্দী নামের দুই জন বিকেলে দামোদর নদেতে স্নান করতে এসে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা ওই দুই জনের চপ্পল- জোড়া ও গামছা নদীর বালুচরে লক্ষ্য করে, এলাকার বাসিন্দাদের খবর দিলে পুলিশ প্রশাসন ও অন্য সকল কে এই ঘটনার খবর জানান। এদিন সন্ধ্যে নেমে যাওয়ায় তারা ওই দুজন তলিয়ে গেছে এই সন্দেহ করে উদ্ধার কাজে এলাকার বাসিন্দারা নামে। পরে পুলিশের বিশেষ দল উদ্ধার কাজে নেমে পড়ে, তবে অন্ধকার নেমে যাওয়ায় ঠিকভাবে ওই দুজনের গতিবিধি লক্ষ্য করা যায়নি এ দিন।