আসানসোল- দুর্গাপুর পুলিশের অভিনব উদ্যোগ, এবার থানায় বসবেন সিপি-ডিসিপি
আধিকারিকদের থানায় বসার সূচি প্রকাশ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত / রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোল- দুর্গাপুর পুলিশের অভিনব উদ্যোগ, ঊর্ধ্বতন আধিকারিকদের থানায় বসার সূচি প্রকাশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম দুর্গাপুরে ঘোষণা করেছিলেন যে এখন থেকে ঊর্ধ্বতন আধিকারিকরা থানায় বসবেন এবং জনসাধারণ সরাসরি তাদের সাথে দেখা করতে পারবেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/06/IMG_20220614_001229.jpg)
পুলিশ কমিশনারের ঘোষণা অনুযায়ী এই অভিনব উদ্যোগ শুরু হয়েছে।জুনের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে, কোন আধিকারিক কোন থানায় বসবেন এবং জনসাধারণ কখন তাদের সঙ্গে দেখা করতে যেতে পারেন, এর জন্য সম্পূর্ণ সময়সূচী জারি করা হয়েছে, এটি আসানসোল দুর্গাপুর পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে শেয়ার করা হয়েছে। ১৮ জুন এবং ২৫ জুন, পুলিশ কমিশনার নিজেই জামুরিয়া এবং অন্ডাল থানায় বসবেন, একই দিনে বিভিন্ন থানায় বিভিন্ন আধিকারিকরা উপস্থিত থাকবেন। *নীচে সম্পূর্ণ সময়সূচী দেখুন* :
![](https://i0.wp.com/bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/06/FB_IMG_1655144637656.jpg?fit=989%2C1280&ssl=1)
পুলিশের এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন শিল্পাঞ্চলের বিভিন্ন বর্গের মানুষ। আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী মিঠু ঘাঁটি, শচীন্দ্র নাথ রায় যুব ব্যবসায়ী শংকর চ্যাটার্জী সাউথ বেঙ্গল চেম্বারের জগদিশ বাগড়ী পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন।