লছিপুর নিষিদ্ধ পল্লীতে বেআইনিভাবে বাড়ি নির্মাণ বন্ধের আবার নোটিশ জারী করলো পৌর নিগম
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত লছিপুর এলাকার নিষিদ্ধ পল্লী দিশা জনকল্যাণ কেন্দ্র পুনরায় বেআইনিভাবে বাড়ি নির্মাণ হচ্ছে এই অভিযোগ পেয়ে গত মঙ্গলবারে আসানসোল পৌরনিগমের কুলটি বোরো অফিসের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভাশিস দে , সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুদীপ্ত কেশ নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে সঙ্গে নিয়ে বেআইনিভাবে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করার নোটিস জারী করেছিলেন ।




মঙ্গলবারে আবার দিতীয় নোটিস দেওয়া হলো আসানসোল পৌর নিগমের নেতৃত্বে । খবর পাওয়া যায়ে যে লছিপুর নিষিদ্ধ পল্লীতে তিনজন বেআইনিভাবে বাড়ি নির্মাণ করছে । পৌরনিগমের আধিকারিকরা অসম্পূর্ণ বাড়িতে নোটিশ বা বিজ্ঞপ্তি লাগিয়ে দেয় কাজ বন্ধ করার । উল্লেখ্য থাকে যে এর আগেও বেআইনিভাবে বাড়ি নির্মাণের অভিযোগে কুলটি থানা পুলিশ সেসব বাড়িগুলোকে শীল করে দেওয়া হয়েছে এবং সেগুলো বর্তমানে বন্ধ রয়েছে ।