ASANSOL

হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনের প্রাক্কালে ” হেমন্ত সন্ধ্যা ” আসানসোলে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও শ্রাবণী বন্দোপাধ্যায়ঃ কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে তার জন্মদিনের প্রাক্কালে গানে গানে স্মরণ করলো শহর আসানসোল । বুধবার সন্ধ্যায় আসানসোল রবীন্দ্র ভবনে হলো ” হেমন্ত সন্ধ্যা “। সিটি এন্টারটেইনমেন্টের পরিকল্পনায় আসানসোল পুরনিগমের সহযোগিতায় এই সন্ধ্যার আয়োজনে ছিলো আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি। ঠিক পৌনে সাতটার সময় সাগ্নিক সেনের গান দিয়ে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ” হেমন্ত সন্ধ্যা “। তারপর গানে আসেন দেবারতি দাসগুপ্ত সরকার। তারপর যত সময় পার হয়েছে, ততই দুই শিল্পীর যুগলবন্দীতে জমে উঠেছে ” হেমন্ত সন্ধ্যা “।


এমন একটি সন্ধ্যার সাক্ষী হতে রবীন্দ্র ভবনে শহর আসানসোল তথা শিল্পাঞ্চলে সংগীতপ্রেমীদের সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, একাধিক কাউন্সিলর, সমাজসেবী সুদেষ্ণা ঘটক, আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডাঃ অশোক চট্টোপাধ্যায় , সম্পাদক সুদীপ ঘোষ, প্রধান পৃষ্ঠপোষক শচীন রায়। গানে গানে হেমন্ত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর এই সন্ধ্যার সঞ্চালনায় ছিলেন জয়দীপ মিত্র।


উদ্যোক্তাদের পক্ষ দুই শিল্পীকে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক। একই সঙ্গে সাগ্নিক সেন ফ্যান ক্লাবের পক্ষ থেকে দুই শিল্পীকে সম্বর্ধনা জানানো হয়। তাদের হাতে স্মারক তুলে দেন সুদেষ্ণা ঘটক ও অন্যান্যারা। আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের পক্ষ থেকে দুই শিল্পীকে পুষ্পস্তবক দেন মিতা রায়। উদ্যোক্তাদের তরফে শিল্পী ও যন্ত্র শিল্পীদের পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক ডাঃ অশোক চট্টোপাধ্যায় ও শচীন রায়।
সম্পুর্ণ অনুষ্ঠানটি সফল করতে এগিয়ে এসেছে এলেকস্টোরি, আসানসোল নর্থ পয়েন্ট স্কুল, এলায়েন্স ব্রডব্যান্ড ও বড়াল গোল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *